নাভিন উল হকের বদলি হিসেবে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে নিজাত মাসুদকে।
Published : 08 Jul 2023, 02:02 PM
ওয়ানডে সিরিজের মাঝে টি-টোয়েন্টির দল নিয়ে দুঃসংবাদ শুনল আফগানিস্তান। বাংলাদেশ সফরে আসার আগেই চোটে ছিটকে গেলেন নাভিন উল হক। বদলি হিসেবে ডাক পেলেন আরেক পেসার নিজাত মাসুদ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড শনিবার এক বিবৃতিতে জানায়, হাঁটুর চোটের কারণে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারবেন না নাভিন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটুতে একটি ছোট্ট অপারেশনের জন্য যুক্তরাজ্যে যাবেন ২৩ বছর বয়সী এই পেসার। সেখানে একজন হাঁটু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।
নাভিনের শূন্যতা পূরণে এই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের রিজার্ভ থেকে নেওয়া হয়েছে মাসুদকে, যিনি, বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নিয়ে গড়েছিলেন রেকর্ড।
গত বছরও বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন ২৪ বছর বয়সী এই পেসার। তবে সেবার খেলার সুযোগ মেলেনি। পরে ওই বছরের জুনে জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচই খেলেন তিনি।
ওই সিরিজে নিজের অভিষেকে ৩ উইকেট নেন মাসুদ। তবে পরের দুই ম্যাচে স্রেফ ১ উইকেট নেওয়ার পর জায়গা হারান দল থেকে। এবার নাভিনের চোটে এক বছর পর আবার এই সংস্করণে খেলার হাতছানি তার সামনে।