৩২ রানে গুটিয়ে রেকর্ড ব্যবধানে হার বাংলাদেশের

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরে গেল বাংলাদেশের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2022, 11:21 AM
Updated : 2 Dec 2022, 11:21 AM

নিউ জিল্যান্ড সফরে নানা সময়ের সফরে বিভীষিকাময় সব অভিজ্ঞতা আছে বাংলাদেশের ছেলেদের দলের। সেই কন্ডিশনের চ্যালেঞ্জ এবার টের পেল বাংলাদেশের মেয়েরাও। বোলিং তো ভালো হলোই না, ব্যাটিংয়ে যাচ্ছেতাই পারফরম্যান্সে নিগার সুলতানার দল হেরে গেল বাজেভাবে। 

নিউ জিল্যান্ডে তিন ম্যাচের তিন টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ১৩২ রানে। ক্রাইস্টচার্চে শুক্রবার ২০ ওভারে নিউ জিল্যান্ড তোলে ৩ উইকেটে ১৬৪ রান। বাংলাদেশ রান তাড়ায় অলআউট হয় স্রেফ ৩২ রানেই। 

টি-টোয়েন্টিতে এত চেয়ে কম রানের ইনিংস একটিই আছে বাংলাদেশের। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে কক্সবাজারে অলআউট হয়েছিল তারা ৩০ রানে। 

১৩২ রানের হার অবশ্য অনায়াসেই এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। ২০২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের হার ছিল আগের রেকর্ড। 

সিরিজ শুরুর আগে প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কিংবা সেদিনের পারফরম্যান্সের ছিটোফোটা এ দিন দেখা যায়নি। নিউ জিল্যান্ডে মেয়েদের স্কিলের সামনে টিকতে পারেনি বাংলাদেশ। 

হ্যাগলি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড ম্যাচ শুরু করে করে প্রথম বলে বাউন্ডারি ও প্রথম ওভারে ৯ রান নিয়ে। সেই ধারা তারা ধরে রাখে পরের সময়টাতেও। দুই অভিজ্ঞ সোফি ডিভাইন ও সুজি বেটসের উদ্বোধনী জুটিতেই গড়া হয় বড় রানের ভিত। 

১০ ওভারে ৮০ রান তুলে ফেলেন দুজন। ৩৩ বলে ৪১ রান করা বেটসকে ফিরিয়ে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার নাহিদা। 

বাংলাদেশের অভিজ্ঞ পেসার জাহানারা আলম দ্বিতীয় স্পেলে ফিরে থামান ডিভাইনকে। নিউ জিল্যান্ডের অধিনায়ক করেন ৪৫ বলে ৪৫। 

পরের ব্যাটাররাও দ্রুত রান তুলে দলকে গিয়ে যান ভালো স্কোরে। তিনে নেমে বিপজ্জনক অ্যামিলিয়ার কার ২১ বলে করেন ২৭। ম্যাডি গ্রিন অপরাজিত থাকেন ২৩ বলে ৩৬ রানে, লিয়া তাহুতু ৯ বলে অপরাজিত ১৩। 

১৬৫ রানের লক্ষ্য এমনিতেই বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে ছিল। কিন্তু রান তাড়ায় ন্যূনতম লড়াইয়ের ছাপও রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম ২ ওভারে ৫ রান ওঠার পর তৃতীয় ওভার থেকে লাগে মড়ক। একের পর এক ব্যাটারের আসা যাওয়া চলতে থাকে। 

মুর্শিদা খাতুনকে দিয়ে উইকেট পতনের মিছিল শুরু। পরের ওভারে বিদায় নেন অভিষিক্ত ওপেনার দিলারা আক্তার ও শূন্য রানে ফেরেন অধিনায়ক নিগার। পরের দুই ওভারে বিদায় নেন দুই অভিজ্ঞ ফারজানা হক ও রুমানা আহমেদ। 

বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ১২! 

রিতু মনি ও ফাহিমা খাতুন এরপর ১৫ রানের ছোট্ট একটি জুটি গড়ে। এই জুটি থামতেই আবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাকি ইনিংস। শেষ ৫ ব্যাটার আউট হন ৫ রানের মধ্যেই! 

৬৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ম্যাচে ৪ উইকেটের স্বাদ পান তাহুহু, সেটিও ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে। এই সংস্করণে নিউ জিল্যান্ডের দ্বিতীয় সেরা বোলিং কীর্তি এটি। 

এই দুঃস্বপ্ন থেকে বের হওয়ার সময় খুব বেশি একটা নেই বাংলাদেশের। রোববারই দ্বিতীয় টি-টোয়েন্টি, ডানেডিনে। 

সংক্ষিপ্ত স্কোর: 

নিউ জিল্যান্ড : ২০ ওভারে ১৬৪/৩ (ডিভাইন ৪৫, বেটস ৪১, অ্যামিলিয়া কার ২৭, গ্রিন ৩৬*, তাহুহু ১৩* ; জাহানারা ৪-০-২৬-১, সালমা ৩-০-২৯-০, নাহিদা ৩-০-২৫-১, মেঘলা ৩-০-২৫-০, রিতু মনি ৪-০-২৮-১, ফাহিমা ১-০-১০-০, রুমানা ২-০-২০-০)। 

বাংলাদেশ: ১৪.৫ ওভারে ৩২ (মুর্শিদা ৩, দিলারা ২, নিগার ০, ফারজানা ৫, রুমানা ০, রিতু ৬, ফাহিমা ৫, সালমা ২, নাহিদা ২, মেঘলা ১*, জাহানারা ০; জোনাস ২.৫-১-২-২, জেস কার ২-০-৪-০, জেনসেন ৩-০-৮-৩, তাহুহু ৪-০-৬-৪, ডিভাইন ১-০-৫-০, অ্যামিলিয়া কার ২-০-৫-১)। 

ফল: নিউ জিল্যান্ড ১৩২ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০তে এগিয়ে।

প্লেয়ার অব দা ম্যাচ: লিয়া তাহুহু।