টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলছে সাকিব: মাশরাফি

বিশ্বকাপে ব্যাট হাতে দলকে টানছেন সাকিব আল হাসান। বোলিংয়েও প্রায় সব ম্যাচেই ভালো করছেন। আফগানিস্তানের বিপক্ষে জয়ের এই নায়ককে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 07:07 PM
Updated : 24 June 2019, 07:07 PM

আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের জয়ে ব্যাট হাতে ফিফটি করেন সাকিব। পরে ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন ৫ উইকেট। বিশ্বকাপে সাকিব যেভাবে ব্যাটে-বলে অবদান রেখে চলেছেন তাতে মুগ্ধ অধিনায়ক।

“টুর্নামেন্ট জুড়ে ও অসাধারণ খেলছে। দলের জন্য রান করছে, যখন প্রয়োজন তখন উইকেট এনে দিচ্ছে।”

স্পিনারদের জন্য যথেষ্ট সহায়তা আছে এমন উইকেটে ব্যাটসম্যানরা জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন। মাশরাফি মনে করেন, এতে কাজ কিছুটা সহজ হয়ে গিয়েছিল।

“জুটিগুলো খুব একটা বড় ছিল না, তবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ, উইকেটে বল স্পিন করছিল। মুশফিক ও সাকিবের জুটি গুরুত্বপূর্ণ ছিল। তামিম ভালো ব্যাটিং করেছে। (মাহমুদউল্লাহ) রিয়াদের ইনিংস খুব গুরুত্বপূর্ণ ছিল। গিয়েই চোট পেয়েছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলেছে, তবুও মাঠ ছেড়ে আসেনি।”

৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। অধিনায়ক মনে করেন, সেমি-ফাইনালের পথ এখনও অনেক দলের জন্যই খোলা আছে।

“ভারত ও পাকিস্তানের বিপক্ষে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এখনও শেষ চারের পথ খোলা আছে।”