চেনা রূপে খেলতে পেরে উচ্ছ্বসিত ওয়ার্নার

বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে দুই ফিফটির দেখা পেলেও সহজাত আক্রমণাত্মক রূপে দেখা যায়নি ডেভিড ওয়ার্নারকে। পাকিস্তানের বিপক্ষে দাপুটে সেঞ্চুরিতে ছন্দ ফিরে পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 10:11 AM
Updated : 13 June 2019, 10:15 AM

গত বছর কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ওয়ার্নার। আফগানিস্তানের বিপক্ষে দলের প্রথম ম্যাচে পঞ্চাশ ছুঁয়েছিলেন ৭৪ বলে। তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটি স্পর্শ করেন ৭৭ বলে, তার মন্থরতম ওয়ানডে ফিফটি।

বুধবার পাকিস্তানের বিপক্ষে শুরু থেকে দেখা যায় আত্মবিশ্বাসী ওয়ার্নারকে। ৫১ বলে পঞ্চাশ ছোঁয়ার পর ১০২ বলে তুলে নেন সেঞ্চুরি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের উচ্ছ্বাসের কথা জানান ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

“মাঠে এসে আমি যেভাবে খেলতে পারি বলে আমি জানি, সেভাবে খেলাটা ছিল দুর্দান্ত। আমি উৎফুল্ল ।”

দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বলেও জানান ওয়ার্নার।

“আমার মনে সবসময় চিন্তাটা ঘুরত। আর আমি মনে করি, যতটা পারি নিজেকে ফিট রাখতে এবং যেসব টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমি খেলেছি সেখানে যত বেশি সম্ভব রান করতে সেটাই আমাকে তাড়িত করেছে।”