বল টেম্পারিংয়ের অভিযোগ: জ্যাম্পার পাশে ফিঞ্চ

ভারতের বিপক্ষে ম্যাচের পর অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাডাম জ্যাম্পার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে তিনি বার বার পকেটে হাত দিয়েছেন বলে। জবাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ দাবি করেছেন, ‘হ্যান্ড ওয়ার্মার’ ব্যবহার করতেই তরুণ লেগ স্পিনার পকেটে হাত দিয়েছিলেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2019, 02:12 PM
Updated : 10 June 2019, 02:36 PM

রোববার ওভালে ম্যাচটি ৩৬ রানে হারে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভিডিও ফুটেজে দেখা যায়, ভারতের ইনিংসে ২৪তম ওভারে বল করতে আসার আগে পকেটে হাত দেন জ্যাম্পা। এরপরে হাত দিয়ে বল ঘষতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমালোচনা হয়।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশসহ নিজের খেলা সব ম্যাচেই জ্যাম্পা ‘হ্যান্ড ওয়ার্মার’ ব্যবহার করেন বলে সাংবাদিকদের জানান ফিঞ্চ।

“আমি এখনও ছবিগুলো দেখিনি, কিন্তু আমি জানি যে তার পকেটে হ্যান্ড ওয়ার্মার থাকে। প্রতিটি ম্যাচেই সে এগুলো রাখে।”

মাঠের আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না আনায় আনুষ্ঠানিক কোনো তদন্তের মধ্যে পড়ছেন না জ্যাম্পা। তবে বিশ্বকাপে সময়টা ভালো কাটছে না তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অনুপযুক্ত ভাষা ব্যবহারের কারণে একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি আইসিসির তিরস্কার শুনতে হয় তাকে।

বুধবার টনটনে নিজেদের পরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।