জয় নিয়ে ফিরলেন রোহিত

বিশ্বকাপ অভিযানের শুরুতে জ্বলে উঠলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছোট লক্ষ্য তাড়ায় করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। দলকে এনে দিলেন জয়। জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2019, 07:13 PM
Updated : 5 June 2019, 07:13 PM

সাউথ্যাম্পটনের হ্যাম্পশায়ার বৌলে বুধবার ভারতের ৬ উইকেটের জয়ে ওপেনিংয়ে নেমে জয় নিয়ে মাঠ ছাড়েন রোহিত। ১২২ রানে অপরাজিত থাকেন তিনি। ১৪৪ বলের ইনিংসটি গড়া ১৩টি চার ও দুটি ছক্কায়।

ক্যারিয়ারে রোহিতের এটি ২৩তম আর বিশ্বকাপে দ্বিতীয় শতক। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের গত আসরের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান। জিতেছিলেন বিশ্বকাপে প্রথম ম্যাচ সেরার পুরস্কার।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে একটু নড়বড়ে ছিলেন রোহিত। রানের জন্য লড়াই করছিলেন। ১৫ ওভার শেষে দলের স্কোর ছিল ৫০/১। সে সময় তার রান ছিল ৪৭ বলে ২৭। পরের ওভারেই ফিরে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরপর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রোহিত। লোকেশ রাহুলের সঙ্গে ৮৫ ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৭৪ রানের জুটিতে গড়ে দেন জয়ের পথ।