বিশ্বকাপ শেষ স্টেইনের

কাঁধের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার ডেল স্টেইন। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ বাঁহাতি পেসার বিউরান হেনড্রিকস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 12:17 PM
Updated : 4 June 2019, 12:17 PM

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইসিসি। ডান কাঁধের চোটে বিশ্বকাপে দলের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি স্টেইন।

এ বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই চোটের কারণে সরে দাঁড়ান ডানহাতি এই পেসার। কাঁধের চোটেই ২০১৬ সালের নভেম্বর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ লড়াইয়ে জিতে আবার মাঠে ফেরেন টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটের মালিক।

বুধবার নিজেদের পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরে যাওয়া ফাফ দু প্লেসির দল। স্টেইনের পরিবর্তে দলে আসা হেনড্রিকসের ওয়ানডে অভিষেক এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে। এ পর্যন্ত ক্যারিয়ারে মোটে দুটি ওয়ানডে খেলে নিয়েছেন একটি উইকেট।