অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল হাফিজ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2019 01:57 AM BdST Updated: 04 Jun 2019 01:57 AM BdST
একের পর এক হারে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তান। দলকে কক্ষপথে ফেরাতে জ্বলে উঠলেন মোহাম্মদ হাফিজ। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে নিজেকে মেলে ধরে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে রাখলেন সবচেয়ে বড় অবদান। জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার।
চোটের জন্য গত বিশ্বকাপে খেলা হয়নি হাফিজের। পিএসএলে খেলার সময় চোট পাওয়ায় এবারের আসরেও ৩৮ বছর বয়সী অলরাউন্ডারের খেলা নিয়ে শঙ্কা ছিল। চোটের সঙ্গে লড়াইয়ে জিতেছেন, এবার মাঠের লড়াইয়ে পথ দেখালেন দলকে।
টানা ১১ ম্যাচ হারার পর জয়ের দেখা পেল পাকিস্তান। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সোমবার ইংল্যান্ডকে ২১ রানে হারিয়ে এবারের আসরে পেল নিজেদের প্রথম জয়।
২১তম ওভারে ক্রিজে আসেন হাফিজ। উইকেট ধরে রাখার সঙ্গে রানের গতিতে দম দেওয়ার কঠিন দায়িত্ব ছিল তার কাঁধে। বাবর আজম ও সরফরাজ আহমেদের সঙ্গে উপহার দিয়েছেন দুটি পঞ্চাশ ছোঁয়া জুটি। খেলেছেন ৬২ বলে আট চার ও দুই ছক্কায় ৮৪ রানের ঝড়ো ইনিংস। পাকিস্তান গড়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলায় পঞ্চম বোলার হিসেবে হাফিজ ও শোয়েব মালিকের ওপর নির্ভর করেছিল পাকিস্তান। ৭ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে হাফিজ নেন মর্গ্যানের উইকেট। ফিল্ডিংয়ে নেন সেঞ্চুরিয়ান জো রুটের ক্যাচ। উজ্জ্বল ছিলেন গ্রাউন্ড ফিল্ডিংয়েও।
ওয়ানডেতে এনিয়ে ১৯বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন হাফিজ। পাকিস্তানের বর্তমান দলে তার চেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জেতেনি আর কেউ।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার