বিশ্বকাপে নিউ জিল্যান্ডের প্রথম ম্যাচে অনিশ্চিত ল্যাথাম

আঙুলের চোটে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন নিউ জিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2019, 11:08 AM
Updated : 18 May 2019, 11:08 AM

১ জুন কার্ডিফে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নিউ জিল্যান্ড। এর আগে ২৫ মে ওভালে ভারতের বিপক্ষে এবং ২৮ মে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

নিউ জিল্যান্ডের সংবাদ ওয়েবসাইট স্টাফের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তিনটি ম্যাচেই খেলা নিয়ে শঙ্কা রয়েছে ল্যাথামের। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে উইকেট কিপিং করার সময়ে বাঁ হাতের আঙ্গুলে চোট পান তিনি। এক্স-রেতে ছোট একটি চিড় ধরা পড়েছে বলে নিউ জিল্যান্ড দলের মুখপাত্রের বরাত দিয়ে জানায় সংবাদ মাধ্যমটি।

১৯ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে নিউ জিল্যান্ড দল। ল্যাথাম খেলতে না পারলে সুযোগ পাবেন ব্যাক-আপ উইকেট কিপার টম ব্লান্ডেল। সেক্ষেত্রে ৩২ বছরের মধ্যে প্রথম কিউই খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ওয়ানডে অভিষেক হবে তার।