আবার দেশে ফিরলেন লিটন

জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন এই ওপেনার, দ্রুতই আবার পুনেতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 01:55 PM
Updated : 7 Nov 2023, 01:55 PM

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরদিন দিল্লি থেকে বাংলাদেশ দল উড়াল দিয়েছে পুনের পথে। তবে লিটন কুমার দাস ফিরেছেন দেশে। অবশ্য পরবর্তী ম্যাচের আগেই আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। 

এর আগে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরেছিলেন লিটন। দল থেকে তখন জরুরি পারিবারিক কারণে তাকে ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। এবারও একই কারণে দেশে ফিরেছেন দলের এই ওপেনার। 

আঙুলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের সঙ্গে মঙ্গলবার একই ফ্লাইটে ফিরেছেন লিটন। দেশে সাকিব শুরু করবেন পুনর্বাসন প্রক্রিয়া। আর ছুটি কাটিয়ে বৃহস্পতিবার পুনরায় দলের সঙ্গে যোগ দিবেন লিটন।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 

সেমি-ফাইনাল খেলার স্বপ্ন আগেভাগে শেষ হয়ে গেলেও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ইতিবাচক ফল পেলে আরও উজ্জ্বল হবে ২০২৫ সালের ওই ৮ দলের ওয়ানডে টুর্নামেন্ট খেলার আশা।