বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই আরভিন-উইলিয়ামস

তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন রেজিস চাকাভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2022, 03:32 PM
Updated : 4 August 2022, 03:32 PM

নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাচ্ছে না জিম্বাবুয়ে। দলটিকে নেতৃত্ব দেবেন কিপার-ব্যাটসম্যান রেজিস চাকাভা।

তিন ম্যাচের সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। হ্যামস্ট্রিং ও হাঁটুতে কিছুটা চোট থাকায় দলের বাইরে রাখা হয়েছে আরভিনকে। আর উইলিয়ামস ছুটি নিয়েছেন এই সিরিজ থেকে।

অভিজ্ঞ দুই ক্রিকেটারের জায়গায় ডাক পেয়েছেন টাকুডজোয়ানাশে কাইটানো ও তারিসাই মুসাকান্দা। দলের বাকিরা বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার হবে প্রথম ওয়ানডে। একই মাঠে রোববার দ্বিতীয় ও বুধবার শেষ ম্যাচ হবে।

জিম্বাবুয়ে ওয়ানডে দল: রেজিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, টাকুডজোয়ানাশে কাইটানো, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টোর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্ট শুম্বা।