সুমাইয়া-ছোঁয়ার সেঞ্চুরি, জাসিয়ার অলরাউন্ড পারফরম্যান্স

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটার জাসিয়া আক্তার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 11:53 AM
Updated : 30 May 2023, 11:53 AM

জোড়া সেঞ্চুরিতে বিকেএসপিকে বড় স্কোরে এনে দিলেন ফাহমিদা ছোঁয়া ও সুমাইয়া আক্তার। দারুণ বোলিংয়ে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমিকে অল্পেই বেধে অনায়াস জয় নিশ্চিত করলেন নিশিতা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তাররা। তাদের দল পেল বিশাল জয়।

ব্যাটিং-বোলিংয়ে দাপুটে পারফরম্যান্সে ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের ম্যাচে মঙ্গলবার কেরানিগঞ্জের বিপক্ষে বিকেএসপির জয়ের ব্যবধান ২৬৪ রান! ৩২১ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে স্রেফ ৫৭ রানে গুঁড়িয়ে দেয় তারা।

তিনশ ছাড়ানো সংগ্রহের কারিগর ছোঁয়া ও সুমাইয়া। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১১২ রানের জুটি। ছোঁয়া ১০৩ রান করে আউট হলেও সুমাইয়া খেলেন ১১১ রানের অপরাজিত ইনিংস। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

১০৯ বলের ইনিংসে ১৭টি চার মারেন ছোঁয়া। ১০৮ বলের ইনিংস ১২ চারে সাজান সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা সুমাইয়া। 

অতিরিক্ত থেকে ৫১ রান পায় বিকেএসপি। 

পরে বল হাতে ১০ ওভারে ৬ মেডেনসহ স্রেফ ৫ রানে ৪ উইকেট নেন নিশিতা। রাবেয়া ও মারুফা ধরেন ৩টি করে শিকার।

রান তাড়ায় প্রথম ওভারেই জামিলা আক্তারের উইকেট হারায় কেরানিগঞ্জ। দ্বিতীয় উইকেটে ৪৩ রান যোগ করেন শাহানাজ পারভিন (১৭) ও সুমাইয়া আইরিন (২০)।

চতুর্দশ ওভারে ভাঙে এই জুটি। স্রেফ ১৪ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়ে অলআউট হয় কেরানিগঞ্জ। দলের সাত ব্যাটার আউট হন শূন্য রানে।  

সংক্ষিপ্ত স্কোর:

বিকেএসপি: ৫০ ওভারে ৩২১/৫ (ফাহমিদা ১০৩, ইভা ১০, উন্নতি ১৮, সুমাইয়া ১১১*, রাবেয়া ৩, মিষ্টি ১১, সাদিয়া ১৪*; পূজা ২-০-২৭-০, শাহানাজ ১০-০-৪৫-২, শারমিন ৬-০-৩১-১, ফারিয়া ৯-০-৬৪-১, শিল্পা ৯-০-৬৭-০, টুম্পা ৯-০-৪৫-১, মাকতুবা ৩-০-১১-০, কণা ২-০-২৩-০) 

কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি: ২৭.২ ওভারে ৫৭ (জামিলা ০, শাহানাজ ১৭, সুমাইয়া ২০, রচনা ০, মাকতুবা ০, শারমিন ০, শিল্পা ২, টুম্পা ০, কনা ০, পূজা ০, ফারিয়া ০*; মারফুয়া ৪.২-১-১০-৩, ফাহমিদা ৩-০-১১-০, ফারজানা ২-১-১০-০, নিশিতা ১০-৬-৫-৪, রাবেয়া ৮-৩-৯-৩)

ফল: বিকেএসপি ২৬৪ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: সুমাইয়া আক্তার

সাথিরা-রিতুর দারুণ বোলিংয়ের পর সাথি-নিগারের ঝড় 

সিটি ক্লাবকে অল্পে আটকে রাখার কাজটা করেন সাথিরা জাকির জেসি, রিতু মনিরা। ঝড়ো ব্যাটিংয়ে ছোট লক্ষ্যকে আরও সহজ করে তোলেন সাথি রানি, নিগার সুলতানারা। সম্মিলিত পারফরম্যান্সে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ পেল সহজ জয়।

বিকেএসপির এক নম্বর মাঠে রুপালি ব্যাংকের জয় ৮ উইকেটে। ১৩৫ রানের লক্ষ্য ১৬.২ ওভারেই ছুঁয়ে ফেলে তারা। 

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৫৪ বলে ৭৪ রান নেন সাথি ও ফারজানা হক। ৫ চার ও ২ ছয়ে স্রেফ ২২ বলে ৪০ রান করে ফেরেন সাথি। 

এরপর অধিনায়ক নিগারের সঙ্গে জুটি বাধেন ফারজানা। এই জুটির সংগ্রহ ৪০ রান। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ফারজানা আউট হন ৪৪ রানে। ৫৩ বলে ৫টি চার মারেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার। 

দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নিগার। ৩ চার ও ২ ছয়ে তার ব্যাট থেকে আসে ২০ বলে ৩৪ রান। 

ম্যাচের প্রথম ভাগে সিটি ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন কামরুন নাহার। এছাড়া শিবানি রানি ২৭ ও জান্নাতুল ফেরদৌস খেলেন ২১ রানের ইনিংস। 

বল হাতে ৬ ওভারে ২ মেডেনসহ ১১ রানে ২ উইকেট নেন সাথিরা। তিনিই জেতেন ম্যাচসেরার পুরস্কার। রিতু ও নাহিদাও পান ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

সিটি ক্লাব: ৫০ ওভারে ১৩৪/৯ (ফাতেমা ১৫, সাবিকুন ১৮, জান্নাতুল ফেরদৌস ২১, কামরুন ৩২, তমালিকা ১, শিবানি ২৭, সুমা ১, দিশা ২, রুপা ০, প্রিয়াঙ্কা ৫*, জান্নাতুল ফেরদৌসি ০*; হাবিবা ৫-০-২৩-০, নাহিদা ১০-৩-২৬-২, মুক্তা ৭-২-১২-১, আশরাফি ৩-০-১১-১, দিপা ৭-১-১৭-০, রিতু ৮-১-২৫-২, সাথিরা ৬-২-১১-২, শরফিয়া ৪-১-৭-০)

রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ: ১৬.২ ওভারে ১৩৫/২ (সাথি ৪০, ফারজানা ৪৪, নিগার ৩৪*, মুক্তা ৬*; দিশা ৪-০-২৩-০, সুমা ৩.২-০-৩৩-০, রুপা ৩-০-৩০-০, জান্নাতুল ফেরদৌসি ৩-০-১৫-১, জান্নাতুল ফেরদৌস ৩-০-২৮-০)

ফল: রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: সাথিরা জাকির জেসি

জাসিয়ার অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানের সহজ জয়

প্রথমে বল হাতে গুলশান ইয়ুথ ক্লাবকে গুঁড়িয়ে দিলেন জাসিয়া আক্তার। পরে ব্যাটিংয়ে খেললেন ঝড়ো ইনিংস। ভারতীয় ক্রিকেটারের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে দাঁড়াতেই পারল না গুলশান ইয়ুথ ক্লাব।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মোহামেডান জিতেছে ৯ উইকেটে। স্রেফ ৫৯ রানের লক্ষ্য অনায়াসেই ছুঁয়ে ফেলে তারা। পুরো ম্যাচে খেলা হয় মোটে ৪৪.১ ওভার। 

জাসিয়ার গতির সামনে কঠিন পরীক্ষায় পড়া গুলশান অলআউট হয় ৩৫.৪ ওভারে। দুই অঙ্ক ছুঁতে পারেন স্রেফ তিন ব্যাটার- নিপা আক্তার (১৪), তানিয়া সরকার (১০), ঝুমুর মিরা (১৪)। পাঁচ জন ফেরেন শূন্য রানে। 

বোলিংয়ে ইনিংসের সূচনা করা জাসিয়া ৭ ওভারে ১৬ রানে নেন ৪ উইকেট। এছাড়া আয়েশা রহমান ৩ ও সোবহানা মোস্তারি ধরেন ২ শিকার।

রান তাড়ায় প্রায় একাই দলকে জিতিয়ে দেন জাসিয়া। ৪ চার ও ২ ছয়ে স্রেফ ২৬ বলে ৪১ রান করেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

গুলশান ইয়ুথ ক্লাব: ৩৫.৪ ওভারে ৫৮ (নিপা ১৪, শারমিন ০, মিশু ০, লেকি ০, রেয়া ০, রুকাইয়া ৩, তানিয়া ১০, শিরিন ৪, ঝুমুর ১৪, ফুয়ারা ০, ইয়ামিম ০*; জাসিয়া ৭-১-১৬-৪, সোবহানা ৭-২-১৪-২, সালমা ৫-২-৩-০, রুমানা ৫-৩-২-১, খাদিজাতুল ৪-৩-৭-০, আয়েশা ৫.৪-৩-৭-৩, ইসমত ২-০-৭-০)

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৮.৩ ওভারে ৫৯/১ (জাসিয়া ৪১*, শারমিন ১১, রুমানা ৭*; লেকি ৩-০-১৮-০, ফুয়ারা ২-০-১৩-০, ইয়ামিম ১-০-৭-০, রেয়া ১.৩-০-৭-০, ঝুমুর ১-০-১৪-০)

ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: জাসিয়া আক্তার