ওয়ানডের পর টেস্টেও এবার অধিনায়কত্ব পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের চোট এবং ছুটির জন্য লিটন দাসের অনুপস্থিতিতে বাঁহাতি ব্যাটসম্যানকে নেতৃত্বভার দিচ্ছে বিসিবি।
সিলেটে আগামী ২৮ নভেম্বর শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটিতে এই সংস্করণে বাংলাদেশের ত্রয়োদশ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস শনিবার সংবাদমাধ্যমে এই খবর জানান৷ একইসঙ্গে লিটনকে এক মাসের ছুটি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।
চলতি বিশ্বকাপে সাকিবের চোটে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে নেতৃত্ব দেন শান্ত। এই টুর্নামেন্টেই শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পান সাকিব। যার ফলে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দায়িত্ব সামলানোর কথা সহ-অধিনায়ক লিটন দাসের। তিনিও ছুটি নেওয়ায় এখন নতুন নেতৃত্বের পথে হাঁটছে বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলে দেশে ফেরার পর নিজের প্রথম সন্তান জন্মের সুখবর পান লিটন। বিশ্বকাপ চলাকালেও জরুরি পারিবারিক কারণে দুই দফা দেশে ফেরেন তিনি।
এবার নবজাতিকা ও স্ত্রীর পাশে থাকার জন্য এক মাসের ছুটি নিয়েছেন লিটন।
“লিটন এক মাসের ছুটি চেয়েছে। (নিউ জিল্যান্ডের সঙ্গে) টেস্ট দুটিতে খেলবে না। সে নিজের পরিবারকে সময় দিতে চাচ্ছে। এই একটা মাস সে নিবিড়ভাবে পরিবারকে সময় দিতে চায়। আমরা বলেছি, ঠিক আছে। কারণ আমরা যদি বলি, ‘তোমার খেলতে হবে’, কোনো ক্রিকেটারকে তো জোর করে খেলানো যাবে না।”
“তবু আমরা বলেছিলাম, ‘তুমি প্রথম টেস্টটা খেলো না। দ্বিতীয় ম্যাচটা খেলো।’ সে বলেছে, ‘আমি সদ্যজাত শিশুর সঙ্গে, স্ত্রীর সঙ্গে থাকার জন্য এক মাস সময় চাই।’ সে বারবার বলছিল। তাই আজকেই সিদ্ধান্ত হয়েছে, আমরা তাকে ছুটি দিয়ে দেব।”
ঘরের মাঠের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলতে ফিরতি সফরে নিউ জিল্যান্ড যাবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ওই সফরে লিটন থাকবেন কিনা, তা নিশ্চিত করে জানাননি জালাল ইউনুস।
“নিউ জিল্যান্ড সফর নিয়ে আলাপ করিনি। সেটা তার কাছ থেকে জানতে হবে৷ এখানে বিষয়টা হলো, কোনো ক্রিকেটার যদি নিজ থেকে বলে, ‘খেলব না বা খেলতে চাই না’, তাকে আপনি জোর করে জাতীয় দলে খেলাতে পারবেন না।”
“জাতীয় দলে খেলার জন্য এই পেশাদারিত্বটা তার হৃদয় থেকে আসতে হবে যে, ‘আমি দলের জন্য খেলব।’ যদি কেউ বলে যে, ‘আমি খেলব না’, তখন আপনি তাকে জোর করে খেলাতে পারবেন না। তো তার সঙ্গে কথা বলে জানতে হবে, নিউ জিল্যান্ড সফরে সে খেলতে পারবে কি না।”
জালাল ইউনুস আরও জানিয়েছেন, শনিবারই ঘোষণা করা হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল।