দলে ফিরেছেন দুই ফাস্ট বোলার জশ লিটল ও ক্রেইগ ইয়াং।
Published : 21 Apr 2023, 11:50 PM
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে পূর্ণশক্তির দল পাচ্ছে আয়ারল্যান্ড। ফিরেছেন দুই ফাস্ট বোলার জশ লিটল ও ক্রেইগ ইয়াং।
আয়ারল্যান্ডে বৃষ্টির শঙ্কায় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের সিরিজটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলতে তিনটি ম্যাচই জিততে হবে আইরিশদের।
আয়ারল্যান্ড সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষেই। গত মাসে বাংলাদেশ সফরে ২-০ তে হারা তিন ম্যাচের ওই সিরিজের দলে পরিবর্তন খুব বেশি নেই। সেবার ১৫ সদস্যের দল হলেও এবার ১৪ জনের। বাদ পড়েছেন টম মায়েস, ম্যাথু হামফ্রেজ ও বেন হোয়াইট।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরের দল থেকে সরে দাঁড়িয়েছিলেন লিটল। ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার চলতি আইপিএলে খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে।
চোটের কারণে অনেকটা সময় বাইরে থাকার পর বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরেন ইয়াং। ৩৩ বছর বয়সী পেসার এবার ফিরলেন ওয়ানডে দলে।
সিরিজের ম্যাচ তিনটি হবে আগমী ৯, ১২ ও ১৪ মে। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই।
মূল সিরিজ শুরুর আগে ৫ মে আয়ারল্যান্ড উলভস নামে পরিচিত আইরিশদের ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্যও শুক্রবার পিটার মুরের নেতৃত্বে দল দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড ওয়ানডে দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং ।