তবে দল ভুগতে পারে, এমন কোনো সিদ্ধান্ত তিনি নেবেন না বলেই দাবি করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
Published : 04 Jul 2023, 12:58 PM
‘অনুশীলনের পর তামিম কেমন বোধ করে, তা দেখছি আমরা’- কোমরের চোটে ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ককে নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে এই কথা বলেন চান্দিকা হাথুরুসিংহে। পরে সেন্টার উইকেটে থ্রো ডাউনে কিছুক্ষণ ব্যাটিং করেন তামিম ইকবাল। তবে মঙ্গলবার তাকে দেখা যায়নি অনুশীলন করতে। সিরিজ শুরুর আগের দিন আবার খানিকটা অনিশ্চয়তা দেখা দেয় তাকে ঘিরে। শেষ পর্যন্ত ধোঁয়াশা দূর করেন তামিম জানালেন, তিনি খেলবেন। পাশাপাশি এটিও জানিয়ে রাখলেন, এখনও পুরোপুরি ফিট নন তিনি।
গত মাসে কোমরের পুরোনো চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে একদম শেষ মুহূর্তে ছিটকে যান তামিম। পরে ওয়ানডে সিরিজের দলে ফিরলেও অনুশীলনে তাকে নিয়মিতই অস্বস্তিতে ভুগতে দেখা যায়।
দীর্ঘ দিন ধরে বয়ে চলা এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে আগের চেয়ে ভালো অনুভব করায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং-ফিল্ডিং করেননি তামিম। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান নিজের শারীরিক অবস্থা।
“আমি অবশ্যই কালকের জন্য অ্যাভেইলঅ্যাবল। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে, শতভাগ (ঠিক আছি)। কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারব যে, কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো, আমি কালকে খেলছি ইনশাআল্লাহ্।”
পুরোপুরি সুস্থ না হয়েও খেলার সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, বিশ্বকাপের বছরে এটি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কি না। তেমন কিছু মনে হলে সিরিজের পরের দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে রাখার ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক।
“আমার মনে হয়, আমারও দেখতে হবে যে, কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এরকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে। কারণ আমি সবসময় বলি, যে কোনো ব্যক্তির চেয়ে দল আগে আসে।”
“আমার এখন মনে হচ্ছে, আমি কালকের জন্য প্রস্তুত। ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে, ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি ও মেডিক্যাল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট। দেখা যাক, কালকে কী হয়।”