চোটে ছিটকে পড়েছেন লেগ স্পিনার উসমান কাদির।
Published : 14 Oct 2022, 09:39 PM
সতীর্থের চোট ফখর জামানের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার দুয়ার খুলে দিয়েছে। আঙুলে চোট পাওয়া উসমান কাদিরের জায়গায় অভিজ্ঞ এই টপ অর্ডার ব্যাটসম্যানকে দলে যোগ করেছে পাকিস্তান।
দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার বিবৃতিতে এই পরিবর্তন আনার কথা জানায়। উসমানকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। আর রিজার্ভ থেকে মূল দলে এসেছেন ফখর।
গত মাসে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে সামান্য চোট পান ফখর। ওই চোটের কারণেই বিশ্বকাপের জন্য প্রথম ঘোষিত দলে ছিলেন না তিনি। অবশ্য তার ফর্মও খুব একটা ভালো ছিল না।
চলতি বছর ৭ টি-টোয়েন্টিতে মাত্র ১৩.৭১ গড়ে ৯৬ রান বাঁহাতি এই ব্যাটসম্যানের। ফিফটি একটি, এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে। এই সময়ে তার স্ট্রাইক রেট ছিল ১০২.১২।
তবে বিশ্বকাপ দলে ফখরকে না রাখা নিয়ে পাকিস্তান ক্রিকেটে চর্চা হয় অনেক। তাকে দলে ফেরানোর পরামর্শ দেন দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই।
এখন ইংল্যান্ডে আছেন ফখর। পিসিবির বিবৃতিতে জানানো হয়, ওই দেশে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করা শাহিন শাহ আফ্রিদির সঙ্গে শনিবার ব্রিজবেনে পৌঁছাবেন তিনি।
বিশ্বকাপের আগে আগামী ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ওই দুই ম্যাচে ফখরের ফিটনেস যাচাই করা হবে।
আর শুরুতে মূল দলে থাকা কাদির ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গত ২৫ সেপ্টেম্বর ডানহাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান। পরে পরীক্ষায় এই লেগ স্পিনানের আঙুলে চিড় ধরা পড়ে।
আগামী ২২ অক্টোবরের আগে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পিসিবি। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান।
রিজার্ভ: উসমান কাদির, মোহাম্মদ হারিস ও শাহনওয়াজ দাহানি।