টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিচেল মার্শের এই চোট অস্ট্রেলিয়ার জন্যও উদ্বেগের কারণ।
Published : 07 Apr 2024, 11:27 PM
হ্যামস্ট্রিং চোটে পড়েছেন মিচেল মার্শ। আইপিএলে অন্তত এক সপ্তাহ তাকে পাবে না দিল্লি ক্যাপিটালস। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই অলরাউন্ডারের চোট অস্ট্রেলিয়ার জন্যও উদ্বেগের কারণ। আগামী জুনের বৈশ্বিক আসরের জন্য এখন পর্যন্ত দলের সম্ভাব্য অধিনায়ক তিনিই।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর মার্শের চোটকে উদ্বেগজনক উল্লেখ করেন দিল্লির সহকারী কোচ প্রাভিন আমরে।
"আমাদের কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছে এবং উদ্বেগজনক হলো মিচ মার্শের চোট। তাকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছিল এবং ফিজিওরা এক সপ্তাহের মধ্যে আমাদের রিপোর্ট দেবেন। তারপর আমরা আসল পরিস্থিতি বুঝতে পারব। সে (পুরো মৌসুমে খেলতে পারবে) কি-না, তা স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করছে।”
চলতি আইপিএলের শুরুতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যাটিং উদ্বোধন করতে নামেন মার্শ। তবে তৃতীয় ম্যাচে পৃথ্বী শকে নেওয়ার পর মার্শকে পাঠানো হয় তিন নম্বরে। চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বোলিংয়ের সময় ওই চোট পান তিনি। ওই ম্যাচে ৩ ওভারে ২৭ রানে তিনি নেন একটি উইকেট। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ২ বল খেলে আউট হন শূন্য রানে।
মার্শের চোটের ইতিহাস পুরোনো। আইপিএলে তার আট মৌসুমে ম্যাচ খেলেছেন মাত্র ৪২টি। ২০২২ আসরে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল, তবে দিল্লির হয়ে সেবার খেলেন আট ম্যাচ। ২০২০ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে থাকার সময়ে প্রথম ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে তিনি আসর থেকে ছিটকে পড়েন। কোভিড পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে ক্লান্তির কারণ দেখিয়ে ২০২১ আসর থেকে নিজেকে সরিয়ে নেন এই পেস বোলিং অলরাউন্ডার।