অতি আগ্রাসী ব্যাটিংয়ে ধারাবাহিকতা হারাবেন কোহলি, এমনটা মনে করছেন ভারতের সাবেক ব্যাটসম্যান।
Published : 15 Jan 2024, 07:28 PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত দুই হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চাশ গড় একমাত্র ভিরাট কোহলির। পরিসংখ্যানেই ফুটে উঠছে, কতটা ধারাবাহিক তিনি। ১৪০ স্ট্রাইক রেটের আশেপাশে ব্যাটিং করে সাফল্য পাচ্ছেন ভারতীয় মহাতারকা। দেশটির সাবেক ব্যাটসম্যান আকাশ চোপড়ার মতে, এর চেয়ে বেশি স্ট্রাইক রেটে খেলতে গেলেই ধারাবাহিকতা হারাবেন তার উত্তরসূরি।
আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এক বছরেরও বেশি সময় পর এই সংস্করণে ভারত দলে ফেরেন কোহলি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোববার প্রথমবার নামেন মাঠে। রান তাড়ায় তিন নম্বরে নেমে বেছে নেন আক্রমণের পথ। তাতে ৫ চারে ১৬ বলে ২৯ রান করে শেষ হয় তার ১৮১.২৫ স্ট্রাইক রেটের ইনিংস।
লম্বা সময় পর ফেরা কোহলির এমন আগ্রাসী ব্যাটিং একদমই পছন্দ হয়নি আকাশ চোপড়ার। ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক নিজের ইউটিউব চ্যানেলে কোহলিকে আরেকটু ধীরলয়ে ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন।
“আমার মনে হয়, ভিরাট কোহলি তার সেরা ফর্মে আছে। প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ৪ হাজারের বেশি রান করেছে। এই স্ট্রাইক রেটের কাছাকাছি খেললে তার জন্য ভালো। যদি এর চেয়ে বেশি কিছু করার চেষ্টা করে, তাহলে ধারাবাহিকতা হারাবে। যদি সে ধারাবাহিকতা হারায়, তাহলে ভারতের ক্রিকেট ভক্ত হিসেবে আমি কষ্ট পাব।”
ভারতের জার্সিতে এখন পর্যন্ত ১১৬ টি-টোয়েন্টি খেলে কোহলির রান ৪ হাজার ৩৭। স্ট্রাইক রেট ১৩৮.২০ ও গড় ৫২.৪২। ফিফটি করেছেন ৩৭টি, সেঞ্চুরি একটি।
কোহলির মতোই আফগানিস্তান সিরিজ দিয়ে এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত শার্মা। প্রথম দুই ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি ভারত অধিনায়ক। একটিতে রান আউট হন তিনি, অন্যটিতে প্রথম বলে হন বোল্ড।
আকাশ চোপড়ার মতে, শট নির্বাচনে ভুল করছেন রোহিত। এই ওপেনারের কাছে ইনিংসের শুরুতে দ্রুত কিছু রান চান তিনি।
“রান আউট তার (রোহিত) ভুল নয়, কিন্তু শট নির্বাচনে তার ভুল ছিল। রোহিত শার্মার ফর্ম ও সামর্থ্য নিয়ে সংশয়ের কিছু নেই। তাকে আইপিএলে ফর্মে থাকতে হবে এবং আমার মনে হয়, সে এভাবেই ব্যাট (আগ্রাসী) করবে। তার ব্যাট থেকে আমাদের (দ্রুত) ৩৮-৪০ রান প্রয়োজন, ওয়ানডে বিশ্বকাপে যেটা সে করেছিল।”