ইতিহাসের অংশ হতে চলেছেন ডায়ানা পুকেটাপু-লিন্ডন। প্রথম নারী হিসেবে তিনি বসছেন নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধানের চেয়ারে।
এনজেডসির সাবেক প্রধান নির্বাহী স্নেডেন তিন মেয়াদে বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বর্তমান মেয়াদের এখনও বাকি রয়েছে এক বছর। তবে লিন্ডনকে নতুন দায়িত্বে গুছিয়ে নিতে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য সরে দাঁড়িয়েছেন স্নেডেন।
বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন স্নেডেন। এনজেডসির বুধবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তার ছেড়ে যাওয়া পদে উত্তরসূরির চলার পথ সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়া লিন্ডন নিউ জিল্যান্ডের অলিম্পিক কমিটিরও প্রধান। এছাড়া সেইলিংয়ের আমেরিকান কাপে দুইবার প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা এবং একবার ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে পরিচালকদের একজন ছিলেন তিনি।
২০১৭ সালে এনজেডসিতে পরিচালক হিসেবে দায়িত্ব নেন লিন্ডন। বর্তমানে তিনি বোর্ডের দ্বিতীয় সর্বোচ্চ সময় দায়িত্ব পালন করা পরিচালক।
এছাড়া স্নেডেনের জায়গায় আইসিসির বোর্ড সভায় নিউ জিল্যান্ডের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার রজার টুজ।