প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরিয়ান আজিম কাজি

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 09:49 AM
Updated : 15 March 2023, 09:49 AM

চিরাগ জানির লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারি অন সাইডে খেলেই দ্রুত এক রান নিলেন আজিম নাজির কাজি। চেষ্টা করলেন দ্বিতীয় রানের। তাতে সফল না হলেও পৌঁছে গেলেন তিন অঙ্কে।

ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই আসরের প্রথম শতরান করলেন অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের ভারতীয় ব্যাটসম্যান। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ৯ চার ও ৪ ছয়ে ১০২ রানের ইনিংস খেলেছেন আজিম।

বৃষ্টির বাগড়ায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে তার সেঞ্চুরির সৌজন্যে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান করেছে অগ্রণী ব্যাংক। ডাক-ওয়ার্থ লুইস স্টার্ন মেথডে রুপগঞ্জের লক্ষ্য ৪৪ ওভারে ২৪২ রান।

মহারাষ্ট্রের লিস্ট 'এ' ক্রিকেটে ২৫ ম্যাচে ২টি সেঞ্চুরি করা আজিম প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেই পেলেন তিন অঙ্কের দেখা। এই সেঞ্চুরির সৌজন্যে পঞ্চাশ ওভারের স্বীকৃত ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারায় অগ্রণী ব্যাংক। দশম ওভারে মাশরাফি বিন মুর্তজা পরপর দুই বলে দুই উইকেট নিলে ব্যাটিংয়ে নামেন আজিম। ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেন তিনি।

দশম বলে রানের খাতা খোলা আজিম প্রথম বাউন্ডারি মারেন ১৮তম বলে। বাঁহাতি স্পিনার রাজিবুল ইসলাম ও মুক্তার আলিকে মারেন দুইটি করে ছক্কা। 

১০২ বল খেলে ইনিংসের ৪৩তম ওভারে সেঞ্চুরি পূরণ করেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। সেঞ্চুরির পরপরই তাকে ফেরান আল আমিন হোসেন। ছক্কা মারতে গিয়ে লং অনে মুনিম শাহরিয়ারের হাতে ক্যাচ দেন আজিম। 

আজিমের সেঞ্চুরি ছাড়াও অগ্রণী ব্যাংকের হয়ে ফিফটি করেছেন সাদমান ইসলাম। বিসিএল ফাইনালে ডাবল সেঞ্চুরি করা বাঁহাতি ওপেনার খেলেছেন ৭৭ বলে ৬২ রানের ইনিংস।