অভিজ্ঞ এই অলরাউন্ডারকে নেতৃত্বের ভারত দিয়েছে তারুণ্য নির্ভর দলটি।
Published : 04 Jan 2023, 08:53 PM
ঘরোয়া ক্রিকেটের নানা আসরে নেতৃত্ব দিলেও বিপিএলে কখনও অধিনায়কত্ব করেননি শুভাগত হোম। এবার সেই অভিজ্ঞতা তার হতে যাচ্ছে। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে নেতৃত্বের ভার দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিরপুর একাডেমি মাঠে বুধবার দলের অনুশীলনে অধিনায়ক হিসেবে শুভাগতর নাম ঘোষণা করেন চট্টগ্রামের কোচ জুলিয়ান উড। দলের সবাইকে তিনি আহবান জানান অধিনায়কের প্রতি সংহতি জানাতে।
“আমি নিশ্চিত, আমাদেরকে নেতৃত্ব দিতে পারা ওর জন্য হবে সম্মানের। আশা করি, দলের সবাই শতভাগ দিয়ে মাঠের ভেতরে-বাইরে ওর পাশে থাকবে।”
‘পাওয়ার হিটিং’ কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে পরিচিত পাওয়া এই কোচ শুভাগতকে বলেন নিজের মতো করে দল পরিচালনা করতে।
“এটা এখন তোমার দল, তোমার স্কোয়াড। কোচিং স্টাফে আমরা যারা আছি, তারা তোমাদেরকে আরও ভালো হয়ে উঠতে সহায়তা করব। তবে এই দলটা এখন তোমার। এখন সামনে এগোনোর পালা।”
গত বিপিএলে চট্টগ্রামের অধিনায়ক শুরুতে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে পরের দিকে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের সঙ্গে দ্বন্দের জের ধরে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য দল ছেড়ে যাননি তিনি। তবে পরের সময়টায় দলকে নেতৃত্ব দেন আফিফ হোসেন।
সেই আফিফ দলে আছেন এবারও। তবে নতুন আসা শুভাগতকেই অধিনায়ক হিসেবে বেছে নিল তালা।