দিল্লির একাদশে মুস্তাফিজ

তিন ম্যাচ পর অবশেষে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2023, 01:42 PM
Updated : 11 April 2023, 01:42 PM

আসরে নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ থেকে চার্টার্ড ফ্লাইটে মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে নিয়ে গেলেও খেলায়নি দিল্লি ক্যাপিটালস। দলের পরের দুটি ম্যাচেও বাইরে ছিলেন তিনি। অবশেষে একাদশে সুযোগ পেলেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে মঙ্গলবার টসের সময় মুস্তাফিজকে একাদশে রাখার কথা জানান দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশোর জায়গায় দলে এলেন তিনি। 

গত ১ এপ্রিল সকালে চার্টার্ড ফ্লাইটে মুস্তাফিজকে উড়িয়ে নেয় দিল্লি। চলতি আসরে ওইদিন ছিল তাদের প্রথম ম্যাচ, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল তাকে, ধারণা করা হয়েছিল, ওই ম্যাচেই খেলানো হবে। পরে যদিও তা হয়নি।

পরে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালসের বিপক্ষেও মুস্তাফিজকে একাদশে রাখেনি দিল্লি। তিনটি ম্যাচই তারা হেরে এখন আছে টেবিলের তলানিতে।

পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে ঘরের মাঠে মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজকে নিয়ে লড়াইয়ে নামছে দিল্লি। এই ম্যাচের একাদশে আরেকটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। আইপিএল অভিষেক হচ্ছে ইয়াশ ধুলের।

২ কোটি রুপিতে গত আসরের আগে নিলাম থেকে মুস্তাফিজকে দলে নেয় দিল্লি। এবার তারা ধরে রাখে তাকে। 

দিল্লির হয়ে গত আসরে ৮ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৬২ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।