রাঞ্জি ট্রফি
কুমার সাঙ্গাকারা ও মাহেলা জায়াওয়ার্দেনের দেড় যুগ পুরোনো বিশ্ব রেকর্ড অক্ষত রইল অল্পের জন্য।
Published : 14 Nov 2024, 08:36 PM
আগ্রাসী ব্যাটিংয়ে স্নেহাল কৌথাঙ্কার ট্রিপল সেঞ্চুরি করলেন স্রেফ ২০৫ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই এই স্বাদ পেলেন কাশ্যাপ বাকলে। তিনি মাইলফলক ছোঁয়ার পরই ইনিংস ঘোষণা করে দিলেন অধিনায়ক। তাতে অক্ষত রইল কুমার সাঙ্গাকারা ও মাহেলা জায়াওয়ার্দেনের দেড় যুগ পুরোনো বিশ্ব রেকর্ড। তবে স্নেহাল ও বাকলে যা করলেন, সেটিও কম ঝড় তুলল না রেকর্ড বইয়ে।
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির প্লেট লিগে গোয়ার হয়ে আরুনাচাল প্রদেশের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই দুজন। তৃতীয় উইকেটে তারা গড়েছেন ৬০৬ রানের অবিচ্ছিন্ন জুটি, প্রথম শ্রেণির ক্রিকেটে যেকোনো উইকেট জুটিতে যা দ্বিতীয় সর্বোচ্চ।
ম্যাচের প্রথম দিন আরুনাচাল প্রদেশকে ৮৪ রানে গুটিয়ে দিতে ২৫ রানে ৫ উইকেট নিয়ে খবরের শিরোনাম হন কিংবদন্তি সাচিন টেন্ডলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। পরে ওই দিনই সেঞ্চুরি করে বাকলে অপরাজিত থাকেন ১৭৯ রানে, স্নেহাল ১৪৬ রানে।
গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় দিন স্নেহাল ডাবল ছুঁয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ২০৫ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এটি।
রাঞ্জি ট্রফিতে গত জানুয়ারিতে আরুনাচাল প্রদেশের বিপক্ষেই ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন হায়দরাবাদের তন্ময় আগারওয়াল। তালিকায় দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো মারাইস। ২০১৭ সালে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে ১৯১ বলে তিনশ ছুঁয়েছিলেন তিনি।
বাকলে ট্রিপল সেঞ্চুরিতে পা রাখেন ২৬৯ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা তৃতীয় দ্রুততম, আর বিশ্ব রেকর্ডের তালিকায় তিনি আছেন নবম স্থানে।
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা স্রেফ দ্বিতীয় ব্যাটসম্যান বাকলে। ২০২২ সালে রাঞ্জি ট্রফিতেই এই কীর্তি গড়েছিলেন সাকিবুল গানি, বিহারের হয়ে মিজোরামের বিপক্ষে ৪০৫ বলে ৩৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
গোয়ার অধিনায়ক ইনিংস ঘোষণা করে দেওয়ায় স্নেহাল ও বাকলের জুটি থামে সাঙ্গাকারা ও জায়াওয়ার্দেনের রেকর্ড জুটি থেকে ১৮ রান দূরে। ২০০৬ সালে কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তৃতীয় উইকেটে ৬২৪ রানের জুটিতে রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান।
রাঞ্জি ট্রফিতে ছয়শ রানের জুটি দেখা গেল এবারই প্রথম। ২০১৬ সালে মহারাষ্ট্রের হয়ে দিল্লির বিপক্ষে তৃতীয় উইকেটে স্বপ্নিল গুগালে ও আঙ্কিত বাওয়ানের অবিচ্ছিন্ন ৫৯৪ রানের জুটি ছিল আগের রেকর্ড।
স্নেহাল ও বাকলের সৌজন্যে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দুজন ব্যাটসম্যানের ট্রিপল সেঞ্চুরি দেখা গেল এই নিয়ে স্রেফ দ্বিতীয়বার। প্রথমটিও ছিল রাঞ্জি ট্রফিতেই এবং ওই ম্যাচে গোয়া ছিল প্রতিপক্ষ দলে। তামিল নাড়ুর হয়ে এই কীর্তি গড়েছিলেন ডব্লিউভি রামন (৩১৩) ও অর্জুন ক্রিপাল সিং (৩০২*)।
এবার স্নেহাল ৪৫ চার ও ৪ ছক্কায় ২১৫ বলে করেন ৩১৪ রান। বাকলে ২৬৯ বলে ৩৯ চার ও ২ ছক্কায় করেন ৩০০ রান।
৯২ ওভারে ২ উইকেটে ৭২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে গোয়া। ওভারপ্রতি রান ৭.৯০ করে!
প্রথম শ্রেণির ক্রিকেটে ‘কমপ্লিটেড’ ইনিংসে ২ উইকেট হারিয়ে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ এটিই। এক্ষেত্রে আগের সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিয়ান্সের। ১৯৫০ সালে লেস্টারে লেস্টারশায়ারের বিপক্ষে ট্যুর ম্যাচে ২ উইকেটে ৬৮২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল তারা।
গোয়া দুই দিনেই ম্যাচ জিতে নিয়েছে ইনিংস ও ৫৫১ রানে। প্রথম ইনিংসে ৮৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৯২ রানে গুটিয়ে গেছে আরুনাচাল প্রদেশ।