বাংলাদশের সাবেক কোচ দায়িত্ব নিলেন পাকিস্তান সুপার লিগের দলের।
Published : 29 Mar 2025, 02:05 PM
দক্ষিণ আফ্রিকার বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা খুব একটা নেই রাসেল ডমিঙ্গোর। সেই স্বাদ এবার তিনি পাবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সাবেক কোচ দায়িত্ব নিচ্ছেন লাহোর কালান্দার্সের প্রধান কোচের।
কালান্দার্সের কোচের দায়িত্বে ছিলেন মূলত ড্যারেন গফ। তবে ‘অনিবার্য ব্যক্তিগত কারণে’ তিনি সরে দাঁড়ানোয় ডমিঙ্গোকে বেছে নিল দলটি।
নতুন দায়িত্বে কাজ শুরু করতে মুখিয়ে আছেন ৫০ বছর বয়সী কোচ।
“পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। সেখানে কাজ শুরু করতে, ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে, ম্যানজমেন্টের সঙ্গে বোঝাপড়া গড়তে এবং দারুণ রোমাঞ্চকর একটি অভিযানের প্রস্তুতি শুরুর অংশ হতে তর সইছে না আমার।”
দক্ষিণ আফ্রিকার অনূধর্ব-১৯ দল পরে ‘এ’ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করে ২০১১ সালে জাতীয় দলের সহকারী কোচ হন ডমিঙ্গো। পরের বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৩ সালে গ্যারি কার্স্টেনের বিদায়ের পর সব সংস্করণেই প্রোটিয়াদের প্রধান কোচের দায়িত্ব তিনি পান।
২০১৭ সালে জাতীয় দল থেকে সরিয়ে তাকে আবার পাঠানো হয় ‘এ’ দলে। ২০১৯ সালে প্রধান কোচ হয়ে তিনি আসেন বাংলাদেশে। তার কোচিংয়ে স্মরণীয় কিছু সাফল্য যেমন পেয়েছে বাংলাদেশ দল, তেমনি ছিল ব্যর্থতাও। ২০২২ সালের ডিসেম্বরে নানা বিতর্কের মধ্য দিয়ে তিনি পদত্যাগ করেন। যদিও তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল বা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল বলে আলোচনা ছিল তখন।
পরে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেই কোচিং করাচ্ছিলেন তিনি। এর ফাঁকে ২০২৩ সালে কিছুদিন কাজ করেন নেদারল্যান্ডসের কোচিং স্টাফের অংশ হয়ে। এখন তার অপেক্ষায় নতুন চ্যালেঞ্জ।
আগামী ১১ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে ডমিঙ্গোর দলের খেলা দিয়েই শুরু হবে পিএসএলের দশম আসর।