বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
খেলা শুরুর আগে চতুর্থ আম্পায়ারের সঙ্গে শ্রুতিকটু ভাষা ব্যবহার করায় শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ।
Published : 10 Dec 2024, 06:50 PM
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে দুঃসংবাদ পেলেন আলজারি জোসেফ। প্রথম ম্যাচে খারাপ আচরণের কারণে জরিমানা গুনলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার।
সেন্ট কিটসে দ্বিতীয় ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জোসেফের শাস্তির খবর জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
আইসিসির আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে জোসেফকে। এর সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
রোববারের ম্যাচ শুরুর আগে বুট পরে পিচের ওপর হাঁটতে থাকা জোসেফকে থামানোর চেষ্টা করেন চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাথওয়েট। তখন চতুর্থ আম্পায়ারের সঙ্গে শ্রুতিকটু ভাষা ব্যবহার করেন ক্যারিবিয়ান পেসার।
মাঠের দুই আম্পায়ার কুমার ধার্মাসেনা ও লেজলি রিফার এবং তাদের সহযোগী আসিফ ইয়াকুব ও ব্রাথওয়েটের অভিযোগের ভিত্তিতে জোসেফকে শাস্তি দেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
জোসেফ নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।