ত্রিদেশীয় সিরিজ
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ওঠা এই পেসার নতুন করে কুঁচকির সমস্যায় ভুগছেন।
Published : 05 Feb 2025, 09:09 PM
চোট যেন পিছু ছাড়ছে না জেরাল্ড কুটসিয়ার। একটি থেকে সেরে উঠতেই নতুন চোটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। তাতে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোট কাটিয়ে বুধবার ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ড ম্যাচের দলে ডাক পান কুটসিয়া। এর কয়েক ঘন্টা পর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানায়, কুঁচকির সমস্যায় ভুগছেন এই পেসার।
আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ২৪ বছর বয়সী এই পেসারকে বিবেচনায় রাখা হবে না বলেও বিবৃতিতে জানিয়েছেন সিএসএ।
প্রিটোরিয়ায় বুধবার দলের সঙ্গে অনুশীলনের সময় ১০ ওভার বোলিং করেন কুটসিয়া। এরপরই কুঁচকিতে অস্বস্তি অনুভব করা শুরু করেন তিনি। চিকিৎসকদের মতে, ৫০ ওভারের ম্যাচের বোলিংয়ের চাপ তার চোটের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
ত্রিদেশীয় সিরিজের জন্য কুটসিয়ার বদলি সময়মতো নেওয়া হবে বলে জানিয়েছে সিএসএ।
আগামী শনিবার পাকিস্তান ও নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু ত্রিদেশীয় সিরিজ। দুই দিন পর কিউইদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।