দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড দলে ওলি স্টোনের যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ।
Published : 08 Oct 2024, 05:05 PM
পাকিস্তান সফরের মাঝপথে দেশে ফিরছেন ওলি স্টোন। প্রথম টেস্টের পর বিয়ের তারিখ নির্ধারিত থাকায় দ্বিতীয় ম্যাচে খেলা অনিশ্চিত ইংলিশ পেসারের।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধবার মুলতান ছেড়ে ইংল্যান্ডে ফিরে যাবেন ৩০ বছর বয়সী পেসার। শনিবার বিয়ের পর তিনি কবে নাগাদ দলে যোগ দেবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
গত অগাস্ট-সেপ্টেম্বরে প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে সাদা পোশাকে খেলেন স্টোন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে তিনি নেন ৭ উইকেট। এরপর পাকিস্তান সফরেও ডাক পান। তবে সুযোগ হয়নি প্রথম টেস্টের একাদশে।
ক্রিস ওকস, গাস অ্যাটকিনসনের সঙ্গে পেস বিভাগে নেওয়া হয় অভিষিক্ত ব্রাইডন কার্সকে। এছাড়া স্কোয়াডে আছেন ম্যাথু পটস। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, প্রথম ম্যাচের পর বাকি পেসারদের অবস্থা বুঝে হয়তো আগেভাগে ফিরতে পারেন স্টোন।
সিরিজের মাঝপথে স্টোনের দল ছাড়া নিয়ে ইংল্যান্ড ম্যানেজমেন্টেরও সমস্যা নেই। ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক রবি ও প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে সফর শুরুর আগেই কথা বলে রেখেছিলেন স্টোন।
এর আগে ১৯৮৪ সালে নিউ জিল্যান্ড সফরে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলার জন্য সংক্ষিপ্ত সময়ের মাঝে নিজের বিয়ে পেছান টনি পাইগট। সম্প্রতি ভিন্ন ভিন্ন সফরের কারণে তিনবার বিয়ের দিনক্ষণ বদলান জো রুট।
মুলতানে আগামী মঙ্গলবার শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট।