চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাওয়া তানজিদ হাসান ও বাদ পড়া লিটন দাস মিলে বিপিএলে রোববার রান উৎসবে গড়েছেন রেকর্ডের পর রেকর্ড গড়ে।
Published : 13 Jan 2025, 09:11 AM
দুজনের জন্য দিনটি ছিল দুইরকম। একজনের ছিল উদযাপনের উপলক্ষ, আরেকজনের প্রয়োজন ছিল হতাশা আড়াল করার মঞ্চ। তানজিদ হাসান ও লিটন কুমার দাস, সফল হলেন দুজনই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলো ছাপিয়ে ফুটে উঠল দুজনের ব্যাটের রোশনাই।
তবে বিপিএল শেষে আগামী মাসে যখন দেশের খেলা আসবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্বপ্নসারথী হবেন তানজিদ। তখন লিটনকে থাকতে হবে দর্শক হয়ে। বিপিএলে রেকর্ডের মালা গাঁথা পারফরম্যান্সের সঙ্গীর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগাম শুভ কামনা জানিয়ে রাখলেন লিটন।
এই দুজন মিলে সিলেটের ২২ গজে রোববার রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিতে ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন। স্রেফ তিন বলের জন্য দুই ব্যাটসম্যান মিলে ২০ ওভার খেলার অনন্য এক কীর্তি গড়া হয়নি। ৬৪ বলে ১০৮ রান করে তানজিদ ফিরেছেন শেষ ওভারে। এই নিয়ে টানা দুটি বিপিএলে শতরানের স্বাদ পেলেন তরুণ ওপেনার।
লিটনের ৪৪ বলের সেঞ্চুরি, একই ইনিংসে দেশের দুই ওপেনারের সেঞ্চুরি, ২৪১ রানের মহাকায় জুটি, দলের ২৫৪ রান, এরকম আরও বেশ কিছু রেকর্ডের জন্ম হয়েছে দুজনের ব্যাটে।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়ার দিনে সেঞ্চুরি করে অবশ্য আলোচনার আলো বেশি কেড়ে নিয়েছেন লিটন। তার ইনিংস তুলনামূলকভাবে বেশি বড় ও বিধ্বংসীও ছিল। তবে নিজের সেঞ্চুরির কৃতিত্বের ভাগও তানজিদকে দিলেন লিটন।
“যখনই কেউ সেঞ্চুরি করে, বড় ইনিংস খেলে, তার সাথে জুটিতে সঙ্গীর ভূমিকা গুরুত্বপূর্ণ। কিছু ওভার দেখবেন আমি আক্রমণ করেছি, কিছু ওভার দেখবেন ও রিঅ্যাক্ট করেছে। যে কারণে মাঝের ওভারে বাড়তি চাপ আসেনি। সহজেই কয়েকটা ওভার সিঙ্গল খেলতে পেরেছি।”
“আমার মনে হয় দুজনই আমরা ভালো ব্যাটিং করেছি, দুইজনই দাপুটে ইনিংস খেলেছি।”
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একসঙ্গে বাংলাদেশের ইনিংস শুরু করেছেন দুজন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন কেবল একজন।
লিটন দলের বাইরে থাকলেও তরুণ তানজিদকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভ কামনা জানালেন বাংলাদেশ দলকেও।
“চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ায় তামিমকে (তানজিদ) অভিনন্দন। চাইব যেন এই পারফরম্যান্সটা ওখানেও দেখাতে পারে।”
“শুধু তামিমই নয়, যেহেতু আমি বাংলাদেশ টিমে খেলি, আমার টিমমেটরা আছে। চাইব তবাংলাদেশ যেন ভালো ফল করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।”