নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার হার্শিথা সামারাউইক্রামা, আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইস।
Published : 05 Sep 2024, 03:43 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী কেশাভ মহারাজকে হাতছানি দিচ্ছে আরেকটি স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গায় পেয়েছেন দক্ষিণ আফ্রিকান এই স্পিনার। অগাস্ট মাসের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ক্যারিবিয়ান পেসার জেডেন সিলস ও লঙ্কান স্পিনার দুনিথ ওয়েলালাগে।
গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে আইসিসি। মেয়েদের সেরার লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার হারশিথা সামারাউইক্রামা, আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইস।
কেশাভ মহারাজ
দ্বিতীয়বার মাস সেরার স্বীকৃতি জেতার সুযোগ মহারাজের সামনে। ২০২২ সালের এপ্রিলের প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। এবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৩ উইকেট নিয়ে।
ড্র হওয়া পোর্ট অব স্পেন টেস্টের দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন মহারাজ। পরে প্রভিডেন্সে ৪০ রানে জেতা দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। সিরিজটি ১-০ ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা।
এই সিরিজে একটি রেকর্ডও গড়েন মহারাজ। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। দেশের হয়ে সাদা পোশাকে তার উইকেট এখন ১৭১টি।
জেডেন সিলস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল সিরিজ হারলেও নিজের কাজটা ঠিকই করেন সিলস। দুই ম্যাচে মোট ১২ উইকেট নেন এই পেসার, গড় ১৮.০৮। তার মধ্যে ৯ শিকারই ধরেন তিনি দ্বিতীয় টেস্টে।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬১ রানে ৬ উইকেট নেন সিলস। আলজারি জোসেফ, কেমার রোচদের অনুপস্থিতিতে সিলস নিজেকে মেলে ধরলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রোটিয়াদের বিপক্ষে পেরে ওঠেনি ক্যারিবিয়ানরা।
চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার হিসেবে মাস সেরার পুরস্কার জিততে পারেন সিলস; এবছর এর আগে জিতেছেন শামার জোসেফ ও স্পিনার গুডাকেশ মোটি।
দুনিথ ওয়েলালাগে
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমৎকার বোলিং করে মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন ওয়েলালাগে। তিন ম্যাচের সিরিজে ৭ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং উপহার দেন ওয়েলালাগে এই সিরিজেই। তৃতীয় ম্যাচে ২৭ রানে ৫ উইকেট নেন তিনি। যেখানে ছিল ভিরাট কোহলি, রোহিত শার্মা ও শ্রেয়াস আইয়ারের উইকেট। সিরিজটি ২-০ ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ টাই হয়েছিল।
নারী ক্রিকেট
হারশিথা সামারাউইক্রামা
অগাস্টে আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেন হারশিথা। আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই হাসে তার ব্যাট। দুই টি-টোয়েন্টিতে ১৫১ রান করেন তিনি ১৬৯.৬৬ স্ট্রাইক রেটে; প্রথম ম্যাচে ৪৫ বলে অপরাজিত ৮৬ ও দ্বিতীয়টিতে খেলেন ৬৫ রানের ইনিংস।
তিন ওয়ানডের সিরিজে হারশিথার রান ১৭২, স্ট্রাইক রেট ৮২.৬৯। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। এই সংস্করণে সেঞ্চুরি করা তৃতীয় লঙ্কান ব্যাটার তিনি।
ওর্লা প্রেন্ডারগাস্ট
শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারানো ওয়ানডে সিরিজে আইরিশদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন প্রেন্ডারগাস্ট। প্রথম ম্যাচে চমৎকার ব্যাটিংয়ে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি ১০৭ বলে। পরে বল হাতেও ছড়ান আলো, ২৫ রানে নেন তিন উইকেট। সঙ্গে দুটি ক্যাচ ধরে এই ক্রিকেটার জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
লঙ্কানদের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ২৯ ও ৩৮ রান করেন প্রেন্ডারগাস্ট, উইকেট নেন দুটি।
গ্যাবি লুইস
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ১৫৮ রান করেন লুইস, স্ট্রাইক রেট ১৪৬.২৯। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৯ রানের স্মরণীয় ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কোনো ব্যাটারের যা সর্বোচ্চ ইনিংস।
প্রথম ওয়ানডেতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি লুইস, আউট হয়ে যান ৯ রান করে। এরপর পেশির চোটে ছিটকে যান বাকি দুই ম্যাচ থেকে।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।