বোর্ডের সচিবের সঙ্গে ভারতীয় অধিনায়কের বৈঠকের খবর ফাঁস হয়ে গেল নাটকীয়ভাবে।
Published : 19 Jan 2025, 11:14 AM
প্রধান নির্বাচক আজিত আগারকারের পাশে সংবাদ সম্মেলনে বসলেন রোহিত শার্মা। সামনে থাকা মাইক্রোফোনের মুখ একটু নামিয়ে রাখলেন তিনি। মিডিয়া ম্যানেজার তখন সংবাদকর্মীদের প্রস্তুত হতে বছলেন। সংবাদ সম্মেলন শুরু হওয়ার অপেক্ষা চলছে। ভারতীয় অধিনায়ক তখন প্রধান নির্বাচকের দিকে তাকিয়ে নিচু গলায় কিছু কথা বললেন। কিন্তু তিনি জানতেন না, মাইক্রোফোন চালু হয়ে গেছে আগেই। তার কথা সব রেকর্ড হয়ে থাকছে!
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার সংবাদ সম্মেলনে শনিবার এই ঘটনা ঘটেছে।
এমনিতে এরকম হয়ে যায় অনেক সময়ই। তবে এবারের ঘটনা কৌতূহল জাগিয়েছে অনেকের, কারণ ভারতীয় দলের শৃঙ্খলা ফেরাতে বোর্ডের পক্ষ থেকে যে কঠোর ১০ নির্দেশনা দেওয়া হয়েছে, সেটির কিছু ধারা নিয়েই কথা বলছিলেন রোহিত।
প্রধান নির্বাচকের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে ভারতীয় অধিনায়ক বলছিলেন, “এটার পরে আবার এক-দেড় ঘণ্টা আরেকটি বৈঠক আছে। সচিবের সঙ্গে বসতে হবে কিছু ব্যাপারে আলোচনা করতে… পরিবার ও অন্যান্য কিছু নিয়ে। সবাই এখন আমাকে বলছে….”, এটুকু বলার পর কেউ একজন রোহিতকে কিছু বলায় তিনি সেদিকে তাকিয়ে সাড়া দেন। এরপর আর বাকি কথা শেষ করেননি।
রোহিত কী নিয়ে কথা বলছিলেন, তা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। সাম্প্রতিক সময়ে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভারতের ব্যর্থতার পর দলীয় শৃঙ্খলা ফেরাতে ও বন্ধন পোক্ত করতে সম্প্রতি ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে ভারতীয় বোর্ড থেকে। এর মধ্যে আছে ঘরোয়া ক্রিকেট খেলার বাধ্যবাধকতা, সিরিজের সময় ম্যাচে ও অনুশীলনে টিম বাসে থাকা, এরকম আরও কয়েকটি ধারা।
উল্লেখযোগ্য একটি আছে পরিবারের সঙ্গে সময় কাটানো নিয়েও। ৪৫ দিন বা এর বেশি সময়ের সফর হলে স্ত্রী-সন্তানরা সর্বোচ্চ দুই সপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। সেটিও সফরের শুরুতে নয় দেড় মাসের কম সময়ের সফর হলে পরিবারের সদস্যরা থাকতে পারবেন এক সপ্তাহ। এই নিয়ম আগেও ছিল। তবে কোভিড মহামারির সময় এটি শিথিল করা হয়েছিল ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে। সেটিই চলছে এখনও।
এসব নিয়েই বোর্ডের নতুন সচিব দেবাজিত সাইকিয়ার সঙ্গে আলোচনায় বসার কথাই তিনি বলছিলেন প্রধান নির্বাচককে।
পরে সংবাদ সম্মেলনে রোহিতকে জিজ্ঞেস করা হয় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পুরোনো নিয়ম ফিরে আসা প্রসঙ্গে। তবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, “এসব নিয়ম নিয়ে আপনাকে কে বলেছে? বিসিসিআই অফিস থেকে এটা এসেছে? আনুষ্ঠানিকভাবে আসতে দিন…।”
প্রধান নির্বাচক আগারকারের কথায় অবশ্য কিছু ইঙ্গিত মিলল এসব নিয়ে। তবে তিনিও খুব গভীরে গেলেন না।
“প্রতিটি দলেরই কিছু নিয়ম থাকে। গত কয়েক মাসে অনেক কিছু নিয়েই আমরা কথা বলেছি, যেগুলোতে উন্নতি করা যায়, দলকে আরও ঘনিষ্ঠ করে তোলা যায়। তবে এটা তো স্কুল নয়, এসব নিয়ম কোনো শাস্তিও নয়।”