বাংলাদেশ-ভারত
বিশ্বকাপে খেলা দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভির ইসলাম।
Published : 29 Sep 2024, 07:42 PM
এক বছরের বেশি সময় পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেনও। ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
তিন ম্যাচের এই সিরিজের জন্য রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গত বিশ্বকাপে। ১৫ সদস্যের ওই দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভির ইসলাম। কদিন আগে এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান।
মিরাজ সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইয়ে, সিলেটে আফগানিস্তানের বিপক্ষে। গত মাসে পাকিস্তান সফরে টেস্ট সিরিজে ব্যাটে-বলে আলো ছড়ানোর পর ভারতে প্রথম টেস্টেও খারাপ করেননি তিনি।
২০২২ সালে হারারেতে টি-টোয়েন্টি অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে স্রেফ ২ রান করেই আউট হয়ে যান পারভেজ। এরপর গত বছর চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে দুটি টি-টোয়েন্টি খেলেও ভালো করতে পারেননি তিনি।
সাম্প্রতিক সময়ে খুব বড় কিছু না করেই দলে ফিরলেন ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে গত মাসে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে ৬৯ ও অপরাজিত ৩৯ রানের ইনিংস খেললেও, পরের ৬ ম্যাচে ত্রিশ পর্যন্ত যেতে পারেননি তিনি।
এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেন রাকিবুল। ওই আসরে অবশ্য মূল দলের ক্রিকেটাররা অংশ নেননি। তাই বলা যায়, রাকিবুল মূল টি-টোয়েন্টি দলে ডাক পেলেন প্রথমবার। গত বছর নিউ জিল্যান্ড সফরে ওয়ানডে দলে ডাক পেলেও খেলার সুযোগ তিনি পাননি।
বাংলাদেশ এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে ভালো বোলিং করেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। ৮ ম্যাচে ওভারপ্রতি ৬.৫৬ করে রান দিয়ে উইকেট নেন ১২টি।
কুড়ি ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে তার শিকার ৩২ উইকেট।
রাকিবুল ও পারভেজ, দুজনই বাংলাদেশের ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন।
গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লি ও হায়দরাবাদে পরের দুই ম্যাচ ৯ ও ১২ অক্টোবর।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, রাকিবুল হাসান।