জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই লেগ স্পিনারকে।
Published : 02 Apr 2025, 07:57 PM
ব্যাটসম্যানকে আউট করে অদ্ভুতভাবে উদযাপনের সময়ই বোলার দিগ্বেশ রাঠির সমালোচনা করেছিলেন ধারাভাষ্যকার সুনিল গাভাস্কার। এবার নেমে এলো শাস্তির খড়গ। আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই লেগ স্পিনারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইপিএলের অষ্টাদশ আসরে মঙ্গলবার লাক্ষ্ণৌ ও পাঞ্জাব কিংসের ম্যাচের ঘটনা এটি। লাক্ষ্ণৌতে ১৭২ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে দিগ্বেশকে পুল করার চেষ্টায় বল আকাশে তুলে দেন পাঞ্জাব ওপেনার প্রিয়ানশ আরিয়া। মিড অন থেকে দৌড়ে এসে ক্যাচ নেন শার্দুল ঠাকুর।
৯ বলে ৮ রান করে আরিয়া যখন ড্রেসিং রুমের পথে ফিরছিলেন, তখন তার দিকে দৌড়ে গিয়ে পাশে দাঁড়িয়ে হাতকে কাগজের মতো বানিয়ে কাল্পনিকভাবে একটি নোটবুকে নাম লেখার ভঙ্গি করেন দিগ্বেশ, যেটি ক্রিকেট বিশ্বে ‘নোটবুক সেলিব্রেশন’ নামে পরিচিত।
২০১৭ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ভিরাট কোহলিকে আউট করে এমন উদযাপন করেছিলেন কেসরিক উইলিয়ামস। ২০১৯ সালে আবার হায়দরাবাদে ক্যারিবিয়ান বোলারকে সেই ভঙ্গি ফিরিয়ে দেন ভারতীয় তারকা।
ওই সময়ে আরিয়ার শরীরের সঙ্গে দিগ্বেশের ধাক্কাও লাগে খানিকটা। যদিও ব্যাটসম্যান কোনো প্রতিক্রিয়া দেখাননি, হেঁটে চলে যান তিনি। গত বছর দিল্লি প্রিমিয়ার লিগে একই দলের হয়ে খেলেছিলেন এই দুজন।
আচরণবিধির লেভেল-১ ভঙ্গের জন্য আইপিএল কর্তৃপক্ষ বুধবার বিবৃতি দিয়ে দিগ্বেশের শাস্তির কথা জানায়।
ম্যাচটিতে চার ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন দিগ্বেশ। লাক্ষ্ণৌ হেরে যায় ৮ উইকেটে।