নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না দাবি করে বোর্ড প্রধান ফারুক আহমেদ বললেন, চট্টগ্রামে গিয়ে অধিনায়কের সঙ্গে কথা বলবেন তিনি।
Published : 30 Oct 2024, 06:15 PM
নেতৃত্ব ছাড়তে চাওয়া নিয়ে নাজমুল হোসেন শান্ত সরাসরি কিছু বলেননি বলে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সংবাদমাধ্যমে নানা কিছু দেখে কোনো সিদ্ধান্ত তিনি নিতে চান না। বুধবার রাতে চট্টগ্রামে গিয়ে অধিনায়কের সঙ্গে বসে বিস্তারিত কথা বলে সবকিছু সমাধানের চেষ্টা করবেন বোর্ড প্রধান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, নেতৃত্ব ছাড়তে চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক। মাঠের ক্রিকেট ছাপিয়ে তখন এটা নিয়েই ছিল তুমুল তোলপাড়। তবে বিসিবির পক্ষ থেকে ব্যাপারটি নিশ্চিত করা হয়নি বা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা।
দুবাইয়ে আইসিসির সভা থেকে ফিরে বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভার আগে ফারুক আহমেদ যা বললেন, তাতেও ব্যাপারটি নিয়ে ধোঁয়াশা কিছুটা রয়ে গেল। বিসিবির অভ্যন্তরীণ প্রক্রিয়ায় না গিয়ে ক্রিকেটারদের বাইরে কথা বলা নিয়ে কিছুটা বিরক্তই মনে হলো সভাপতিকে।
“আমি জানি না আপনাদের সাংবাদিকদের সঙ্গে নাজমুল (শান্ত) কথা বলেছে কি না… আই হ্যাভ নো ক্লু। অনেক সময় হয় কী… এখন সোশাল সাইটের যুগ… সোশাল সাইটের কোনো নিউজ তাদের এফেক্ট করতে পারে।”
“খেলোয়াড়দের আসলে আরও সচেতন হওয়া দরকার। তারা আসলে যেটাই ফিল করুক, সেটা নিয়ে নরম্যাল ইয়ে দিয়ে যাওয়া উচিত…. চেইন অব কমান্ড না হলেও, বাইরে না কথা বলে আমার মনে হয় অপারেশন্স, সিইও, প্রেসিডেন্ট… বেশ কিছু পদক্ষেপ আছে, ওগুলো করা যেতে পারে। আমার মনে হয়, খেলোয়াড়রা এ ব্যাপারে সচেতন হবে।”
নেতৃত্ব ছাড়তে চাওয়া নিয়ে শান্ত তাকে কিছু বলেছেন কি না, এই প্রশ্নে ফারুক আহমেদ বললেন, “এই মুহূর্তে তার সঙ্গে ওইভাবে কোনো কথা হয়নি।”
বরং সভাপতি নিজেও ব্যাপারটি নানা জায়গা থেকে শুনেছেন বলে দাবি করলেন।
“যদি কোন খেলোয়াড় মনে করে যে, সে ওই জায়গাটা চালিয়ে যেতে পারছে না, তাহলে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। যদি এমন কোনো অনুরোধ আমাদের কাছে থাকে… আমিও শুনেছি আপনাদের মতোই, সেটা নিয়েও আমরা আলোচনা করব, তারা কীরকম চায়, কেন চায়…।”
বোর্ড সভা শেষে বুধবার রাতেই চট্টগ্রামে যাবেন বিসিবি সভাপতি। সেখানে গিয়েই অধিনায়কের সঙ্গে খোলামেলা কথা বলতে চান তিনি।
“সবচেয়ে সহজ অপশন হচ্ছে, কেউ যদি বলে আমি করতে চাই না, ‘থ্যাংক ইউ, চলে গেলাম…।’ সবচেয়ে সহজ। বাট ইফ ইউ রিয়েলি ডিগ ডাউন… কেন করতে চাচ্ছে না, এর পেছনে আর কোনো কারণ আছে কি না, সেগুলো খুঁজে বের করা খুব জরুরি। এগুলো নিয়ে আলাপ করব।”
“আমার সঙ্গে ওদের কথা হয় না। দায়িত্ব নেওয়ার পর থেকে বিপিএলের দল করা, আরও অনেক ইস্যু, যেগুলো সামলাতে হচ্ছে। ক্রিকেটারদের সঙ্গে একদিন মাত্র বসার সুযোগ হয়েছে, সেটাও ৮-১০ জন এসেছিল, সেটাও বিপিএল কেমন হবে না হবে, এসব নিয়ে। চট্টগ্রামে যাব আজ রাতে। কাল-পরশুর মধ্যে দল, কোচ, সবার সঙ্গে বসার চেষ্টা করব। তখন একটা কিছু আউটকাম আসবে।”
শান্ত সত্যিই নেতৃত্ব ছাড়তে চাইলে বোর্ডের পক্ষ থেকে বোঝানো হবে কি না বা দায়িত্বে থেকে যেতে অনুরোধ করা হবে কি না, এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আগের কথাই বললেন বিসিবি সভাপতি।
“এই জিনিসগুলো যদি অফিসিয়ালি না আসে…না বসলে তো বুঝতে পারব না। পত্রিকা পড়ে তো সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা কঠিন। যদি তার সঙ্গে বসি, তার যদি কোন সমস্যা থাকে, সে যদি চালিয়ে যেতে না চায়…এগুলো না বসলে বলতে পারব না।”