পাকিস্তান-ইংল্যান্ড
সামাজিক মাধ্যমে বাবর আজমের বাদ পড়া নিয়ে সমালোচনা করায় ফাখার জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
Published : 15 Oct 2024, 03:29 PM
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে বাবর আজমের জায়গা হারানো নিয়ে কথা বলে বিপাকে পড়েছেন ফাখার জামান। তারকা ব্যাটসম্যানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করায় ফাখারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পিসিবি।
মুলতানে মঙ্গলবার শুরু হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ম্যাচের দুই দিন আগে শেষ দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান। বাবরের পাশাপাশি দুই পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং অসুস্থতায় ভোগা লেগ স্পিনার আবরার আহমেদকে রাখেনি স্বাগতিকরা।
সেদিনই সামাজিক মাধ্যমে বাবরের পক্ষে সরব হন ফাখার।
“বাবর আজমকে বাদ দেওয়ার বিষয়ে কথা শুনতে হচ্ছে, যা চিন্তার বিষয়। ২০২০-২০২৩ সালে ভিরাট কোহলির খারাপ সময়ে তাকে বাদ দেয়নি ভারত। তখন তার গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০।”
“আমরা যদি আমাদের সেরা ব্যাটসম্যান, তর্কযোগ্যভাবে পাকিস্তানের সবসময়ের সেরা ব্যাটসম্যানকে বাদ দেওয়ার কথা ভাবি, এটি দলের প্রতি নেতিবাচক বার্তা দেবে। প্যানিক বাটন চাপ দেওয়ার আগে এখনও সময় আছে। মূল ক্রিকেটারদের অবমূল্যায়ন করার বদলে তাদের সুরক্ষিত করা উচিত।”
ফাখারের এই বার্তা একদমই ভালোভাবে নেয়নি পিসিবি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেটকে অসম্মান করায় সোমবার ফাখারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত নোটিশের কোনো জবাব দেননি ফাখার। তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেটি নোটিশের জবাবের ওপরই নির্ভর করছে। এই বিষয়ে কোনো মন্তব্যও করেননি ফাখার।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ বলেছেন, বাবরকে বাদ দেওয়া হয়নি। বরং অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের সাদা বলের সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
টেস্টে এমনিতেও অবশ্য ছন্দে নেই বাবর। প্রায় দুই বছর ধরে রানখরায় ভুগছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সবশেষ ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই তার। তবে তিনি নিজ থেকে কোনো বিশ্রাম চাননি। বরং দ্বিতীয় টেস্টেও খেলতে ইচ্ছুক ছিলেন তিনি।