হাসপাতালে আবিদ আলির এনজিওপ্লাস্টি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2021 10:13 PM BdST Updated: 22 Dec 2021 10:13 PM BdST
-
হাসপাতালে আবিদ আলি। ছবি: পিসিবি
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর পাকিস্তানের ব্যাটসম্যান আবিদ আলির এনজিওপ্লাস্টি করা হয়েছে। আরেকটি এনজিওপ্লাস্টি করা হবে বৃহস্পতিবার।
কায়েদ-ই-আজম ট্রফির ম্যাচে মঙ্গলবার সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ব্যাটিং করার সময় বুকে ব্যথা অনুভব করেন আবিদ। পরে এই ওপেনারকে নেওয়া হয় হাসপাতালে।
সেদিনই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি কনসালটেন্ট কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
পরদিন বুধবার তার এনজিওপ্লাস্টি করা হয়। হাসপাতালের বিছানা থেকে এ দিন সকালে একটি ভিডিও বার্তায় আবিদ বলেন, এখন তিনি ভালো আছেন। একই সঙ্গে দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করার আহ্বান জানান ভক্তদের প্রতি।
কিছু দিন আগে বাংলাদেশ সফরে দুই টেস্টে ৮৭.৬৬ গড়ে ২৬৩ রান করে আবিদ জেতেন সিরিজ সেরার পুরস্কার।
পকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা কায়েদ-ই-আজম ট্রফির এবারের আসরে ৬ ম্যাচে ৮৬.৪৪ গড়ে তার রান ৭৭৮। তিনটি ফিফটির পাশে সেঞ্চুরিও তিনটি।
২০১৯ সালে টেস্ট অভিষেকের পর থেকে এই সংস্করণে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক আবিদ। এই বছর ৯ টেস্টে ৪৮.৮৭ গড়ে ৬৯৫ রান করে বিশ্বে তিনি আছেন তালিকার পাঁচ নম্বরে। সেঞ্চুরি দুটি, এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।
ঘরোয়া ক্রিকেটে ১২ বছরে ১০৬ প্রথম শ্রেণির ম্যাচে ৭ হাজার ১১৬ রান করার পর টেস্ট ক্যাপ পান তিনি। রাওয়ালপিন্ডিতে ৩১ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকেই করেন সেঞ্চুরি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেকে সেঞ্চুরির কীর্তি তার।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের