দিল্লির ২২ গজে রান দেখছেন মাহমুদউল্লাহ

দিল্লিতে প্রথম খেলবে বাংলাদেশ। উইকেট নিয়ে তাই পূর্ব ধারণা কম, কৌতুহল বেশি। ম্যাচের আগের দিনের উইকেট দেখে মাহমুদউল্লাহর মনে হয়েছে, বেশ রান আছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা উইকেট বুঝতে অপেক্ষা করতে চান ম্যাচের দিন পর্যন্ত।

ক্রীড়া প্রতিবেদকদিল্লি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 01:33 PM
Updated : 2 Nov 2019, 07:55 PM

অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার সন্ধ্যা সাতটায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। শনিবার সন্ধ্যা পর্যন্ত বেশ ঘাস দেখা গেছে ফিরোজ শাহ কোটলার উইকেটে। দুই দলের অনুশীলন শেষ হওয়ার পর বিকেলে কিউরেটরকে দেখা গেছে উইকেটের বাউন্স, টার্ন পরীক্ষা করতে।

দলের অনুশীলন শেষে শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, উইকেট ব্যাটিং সহায়ক মনে হয়েছে তার কাছে।

“পিচ দেখে মনে হয়েছে কিছুটা ঘাস আছে। আমার মনে হয়, ভালো উইকেট হবে। ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আমাদের ব্যাটসম্যানদের জন্য অনেক বড় একটা দায়িত্ব যেন ভালো একটা রান বোলারদের আমরা দিতে পারি। এমন রান যেটা তারা ডিফেন্ড করতে পারবে।”

“আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যাটসম্যানদের দায়িত্ব একটু বেশি। কারণ, বেশিরভাগ সময় ভারতের উইকেটগুলো ভালো থাকে (ব্যাটিংয়ের জন্য)। আমরা যেন যথাযথ ব্যাটিং করে, পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করে স্কোর বোর্ডে ভালো একটা রান তুলতে পারি।”

উইকেট নিয়ে খুব একটা ভাবছেন না রোহিত। সব কন্ডিশনের জন্য আদর্শ একাদশ গঠনের উপাদান আছে তার দলে।

“আমি এখনও উইকেট দেখিনি। এখনও বেশ সময় আছে। ম্যাচের দিন উইকেট দেখে ঠিক করব…যদি ঘাস থাকে তাহলে তিন পেসার খেলাব, যদি স্পিনারদের জন্য সহায়তা থাকে, তাহলে বাড়তি স্পিনার খেলাব। আমাদের সব প্রস্তুতিই রয়েছে।”

দিল্লিতে এখন পর্যন্ত হয়েছে পাঁচটি টি-টোয়েন্টি। তিন ম্যাচে প্রথম ইনিংসে এসেছে দেড়শ ছাড়ানো সংগ্রহ। প্রথম ইনিংসে সর্বোচ্চ ২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ৩ উইকেটে ২০২। সর্বনিম্ন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ১২০।