সিলেটে বাংলাদেশের খেলা দেখে এই কন্ডিশনে ভালো করার উপায় পেয়েছেন বলে জানালেন নিউ জিল্যান্ডের লেগ স্পিনার ইস সোধি, সেই শিক্ষা তারা কাজে লাগাতে চান মিরপুরে।
কার্ডিফে নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই কীর্তি গড়েছেন দুজন। ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন, এরপর টেনে নিয়েছেন দলকে। জুটির ১০০ এসেছে ১০৭ বলে। জুটির দুশ পূর্ণ হয়েছে ২০৪ বলে।
শেষ পর্যন্ত তারা গড়েছেন ২২৪ রানের রেকর্ড জুটি। ওয়ানডেতে দেশের প্রথম দুশ রানের জুটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্বিতীয় সেরা জুটি।
তামিম ও মুশফিক ভেঙেছিলেন হাবিবুল বাশার ও রাজিন সালেহ জুটির রেকর্ড। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ফতুল্লায় ১৭৫ রানের জুটি গড়েছিলেন দুজন।