বড় রানে ইনিংস ঘোষণার তৃপ্তির পর বোলিংয়ে বাংলাদেশ। প্রথম ওভারটি কে করবেন, দুই অভিষিক্তর কেউ নাকি ‘অভিজ্ঞ’ কামরুল? তিন পেসারের কেউ নন। প্রথম ওভারের বল হাতে মেহেদী হাসান মিরাজ!
Published : 14 Jan 2017, 05:28 AM
মুশফিক থাকলে ওয়ানডে-টি-টোয়েন্টিও অন্যরকম হতো: টেইলর
প্রয়োজন হলে ব্যাটিং করতে পারবেন মুশফিক
তাসকিনকেই বেশি অভিজ্ঞ মনে হচ্ছিল কামরুলের
তৃতীয় দিন শেষে ৩০৩ রান পিছিয়ে নিউ জিল্যান্ড
নিউ জিল্যান্ড স্পিন এনেছিল ৬৮ ওভার পর। বাংলাদেশ প্রথম ওভারেই। এই প্রথম জন্ম দিল আরেকটি প্রথমের। মিরাজ জায়গা পেলেন রেকর্ড বইয়ে। নিউ জিল্যান্ডের মাটিতে দলের প্রথম ইনিংসে প্রথম ওভারেই স্পিন এই প্রথম!
নিউ জিল্যান্ডে এর আগে স্পিন দিয়ে শুরু হয়েছে সব মিলিয়েই মাত্র ৩ বার। দুবার ছিল তৃতীয় ইনিংসে, একবার চতুর্থ।
স্পিনে প্রথম শুরু করেছিলেন যিনি, নামটি জানলে চমকে উঠতে পারেন। কারণ তার মূল কাজ ছিল ব্যাটিং; ডেনিস কম্পটন! ১৯৫১ সালে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় ইনিংসে প্রথম ওভার করেছিলেন কম্পটন। ম্যাচ তখন নিশ্চিত ড্রয়ের পথে। এজন্যই একটু হাত ঘুরিয়েছিলেন ইংলিশ গ্রেট।
মিরাজের আগে সবশেষ ছিল ১৯৯৯ সালে। ভেন্যু এবার হ্যামিল্টন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় ইনিংসে প্রথম ওভারটি করেছিলেন সেই সময়ের তরুণ ড্যানিয়েল ভেটোরি।
ওয়েলিংটনে মিরাজই প্রথম। প্রথম ইনিংসেও প্রথম। প্রথম স্পেলটা শুরুও করেছিলেন ভালোই, উইকেট যদিও মেলেনি।