প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।
আগের দিন ১৫৯ রানের ইনিংসটির পথে ডান হাতের বুড়ো আঙুল ও বাঁ হাতের তর্জনীতে চোট পান মুশফিক। ফোলা ও ব্যথা থাকায় তৃতীয় দিন সকালে হাতে এক্সরে করা হয় তার।
এক্সরে রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। তবে ব্যথা থাকায় সতর্কতা হিসেবে কিপিং করানো হচ্ছে না। বুড়ো আঙুলের চোটেই ফোলা ও ব্যথা বেশি। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তার পরও ব্যথা না কমলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। তবে ব্যাটিংয়ে ঝুঁকি কম, দলের প্রয়োজন হলে তাই ২২ গজে দেখা যাবে অধিনায়ককে।
মাত্রই হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরে এই টেস্ট খেলছেন মুশফিক। তার অনুপস্থিতিতে কিপিং করেন ইমরুল কায়েস। দুটি ক্যাচও নিয়েছেন উইকেটের পেছনে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টেও মুশফিক আঙুলের চোটে বাইরে যাওয়ায় ১২০ ওভার কিপিং করেছিলেন ইমরুল।