জয়ের আশা ছাড়েনি বাংলাদেশ

আম্পায়ারের হ্যাট উড়ে চলে যাচ্ছিল সীমানার দিকে। ফাঁকা হতে শুরু করছে তখন গ্যালারি। ক্রমে বাড়ছে বাতাসের তীব্রতা। কাঁপন ধরাচ্ছিল শীতল হাওয়া। বৃষ্টির ছিটা গায়ে বিঁধছে তীরের মতো। রোদ রৌদ্রোজ্জ্বল দিনের শেষটা হঠাৎই গুমোট। ওয়েলিংটনের বিকেলের মতো একটু ফ্যাকাশে যেন বাংলাদেশের স্বপ্নও!

ক্রীড়া প্রতিবেদক ওয়েলিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 08:13 AM
Updated : 14 Jan 2017, 08:57 AM

কাজটা অবশ্য কঠিন ছিল। বেসিন রিজার্ভের উইকেট ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো হয়ে যায় তৃতীয় ও চতুর্থ দিনেই। বাংলাদেশে অনভিজ্ঞ বোলিং লাইন আপের সামনে নিউ জিল্যান্ডের রান উৎসব স্বাভাবিকই। তার পরও মনের কোণে ছিল আশা। যদি দারুণ কিছু হয়ে যায় বোলিংয়ে!

শেষ পর্যন্ত সে রকম কিছু হয়নি। তবে যা হয়েছে, সেটিও খুব খারাপ কিছু নয়। ৩ উইকেট ২৯২ রানে দিন শেষ করেছে নিউ জিল্যান্ড। বাংলাদেশ পেয়েছিল উইকেট তুলে নেওয়ার অন্তত আরও পাঁচটি সুযোগ। এগুলোর একটি-দুটি কাজে লেগে গেলে বাংলাদেশের দিনটি হতো দারুণ। স্বপ্ন থেকে যেত রঙিন।

দল অবশ্য হাল ছাড়ছে না। দিনের সেরা বোলার কামরুল ইসলাম রাব্বি জানালেন, এখনও আশার তরী বাইছে দল।

“সব দলই জিততে চেষ্টা করে। আমাদেরও চেষ্টা আছে জিততে। আমার মনে হয়, এই ম্যাচে ফল আসবে। জয়ের ইচ্ছা আমাদের আছেই। আজকের দিনটা খারাপ যায়নি। আমাদের বিশ্বাস, এভাবে করতে থাকলে ভালো কিছু হবে। আমরা শতভাগ চেষ্টা করছি।”

তৃতীয় দিন শেষে যা অবস্থা, তাতে রাব্বির বিশ্বাসের সঙ্গে একমত হওয়া কঠিন। তবে খেলাটা ক্রিকেট, কে জানে কী অপেক্ষায় আছে সামনে!