
মনের জোরটাই ফিরে পাচ্ছেন না মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, মাউন্ট মঙ্গানুই থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2017 01:40 PM BdST Updated: 07 Jan 2017 09:39 PM BdST
শেষ টি-টোয়েন্টির আগের দিন ঐচ্ছিক অনুশীলন। টেস্ট দলের ক্রিকেটারদের সঙ্গে বে ওভালের নেটে ঘাম ঝরালেন টি-টোয়েন্টি দলের চার-পাঁচজন। তবে সেখানে নেই মুস্তাফিজুর রহমান। অনুশীলনের বাধ্যবাধকতা না থাকা একটা কারণ। তবে মূল কারণ, তৃতীয় টি-টোয়েন্টির একাদশে নেই বাঁহাতি এই পেসার।
ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টি সিরিজেও সব ম্যাচে খেলানো হচ্ছে না মুস্তাফিজকে। দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, ফিজিওর পরামর্শ মেনেই শেষ টি-টোয়েন্টিতে দেওয়া হচ্ছে বিশ্রাম। একাদশে ফিরছেন তাসকিন আহমেদ। শনিবার বে ওভালের নেটে সাদা-লাল, দুই বলেই অনুশীলন করেছেন প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া তাসকিন।
দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর এখনও পুরো ছন্দ ফিরে পাননি মুস্তাফিজ। সেটা অনুমিতই। এতদিনের মরচে ঝেড়ে ফেলতে সময় লাগে। একটি দুটি ম্যাচ বিশ্রাম দিয়ে খেলানোয় প্রশ্নের কিছু নেই। বরং সিরিজ হেরে যাওয়ার পর এটিই বেশি যৌক্তিক। তবে ভাবনার জায়গা অন্যটি। শারীরিক অস্বস্তি ধীরে ধীরে কাটিয়ে উঠলেও মুস্তাফিজের মনের মরচে যে সরছে না!
এই সফরে প্রথম ওয়ানডে যখন খেললেন, তখনও শতভাগ ফিট ছিলেন না মুস্তাফিজ। বল থ্রো করায় ছিল সমস্যা। অনুভব করছিলেন খানিকটা ব্যথা। এখন আর সেটা নেই। দীর্ঘদিনের অনভ্যাসের কারণে ম্যাচ খেলার পর শরীরের পাশে বা পেছনে খানিকটা ব্যথা হয়। তবে সেটা খুব স্বাভাবিক। শঙ্কার কিছু নেই। তবে নিজেকে নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না মুস্তাফিজ। ভরসা পাচ্ছেন না খুব বেশি, মনের জোর এখনও ফিরে পাননি পুরোপুরি।
সব মিলিয়েই তাই শেষ টি-টোয়েন্টিতে দেওয়া হচ্ছে বিশ্রাম। রাখা হয়নি প্রথম টেস্টের স্কোয়াডেও। ভাবনায় খুব বেশি বদল না হলে, রাখা হবে না দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও। সেক্ষেত্রে টেস্টে ফিরতে পারেন ভারত সফরের একমাত্র টেস্ট দিয়ে।
প্রথম টেস্ট না খেললেও মুস্তাফিজকে দলের সঙ্গেই রাখা হবে বলে ভাবা হয়েছিল শুরুতে। কিন্তু পরের টেস্টও যদি না খেলেন, সেক্ষেত্রে তাকে দলের সঙ্গে রাখার যৌক্তিকতা দেখছে না টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজের সঙ্গে তাই খোলাখুলি আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান নির্বাচক, কোচ ও অধিনায়ক। জানার চেষ্টা করা হবে তার ভাবনা ও মানসিক অবস্থা।
মুস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত না হলেও বাকিদের ব্যাপারে তা চূড়ান্ত। টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে যাবেন টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটাররা। ২২ জনের বিশাল বহর তখন হালকা হবে খানিকটা। ফিরে যাবেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সফরে আসা পেসার এবাদত হোসেনও। তবে দলে না থাকলেও ডেভেলপমেন্টের আরেক ক্রিকেটার নাজমুল হাসান শান্ত থেকে যাবেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ছবিতে বিপিএল: কুমিল্লা ওয়ারিয়র্স-রংপুর রেঞ্জার্স
- রানের পাহাড় গড়ে সিরিজ জিতল ভারত
- ‘ছক্কার ট্রেনিং করি না’, ৯ ছক্কার পর বললেন শানাকা
- তিন মাসের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক স্মিথ
- ছবিতে বিপিএল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার
- মুস্তাফিজের বল মাঠের বাইরে ফেললেন শানাকা
- শানাকার খুনে ব্যাটিংয়ে ঘায়েল রংপুর
সর্বাধিক পঠিত
- বার্সার বিপক্ষে হেরে ইন্টারের বিদায়
- গাজীপুরের এডিসি শফিউল্লাহ মারা গেছেন
- বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশনা
- গ্রাহকের ৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে সোয়া ২ কোটি দেন ব্যাংকার: দুদক
- অনেক শঙ্কা আর কিছুটা সম্ভাবনার বিপিএল
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- মিঠুনকে ছাপিয়ে ইমরুল-ওয়ালটন
- রাখাইনে গণহত্যার অভিযোগ অস্বীকার সু চির
- বিপিএলে ৭ দলে ৩ বিদেশি অধিনায়ক
- বিপিএলের পারিশ্রমিক নিয়ে আক্ষেপ মুশফিকের