দলের চাহিদা মেটাতে প্রস্তুত নুরুল

যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারাকে নিজের ব্যাটিংয়ের সবচেয়ে বড় দিক মনে করছেন নুরুল হাসান। লিটন দাসের চোটে দলে আসা এই তরুণ প্রস্তুত দলের চাহিদা মেটাতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2016, 12:34 PM
Updated : 17 Oct 2016, 04:04 PM

ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই খেলা নুরুল জানান, দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে এলেও দলে তার ভূমিকা কি হবে তা নিয়ে এখনও ম্যানেজমেন্টের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে দল যে পজিশনেই চাইবে তিনি সেখানে ব্যাট করতে প্রস্তুত।   

“খেলার মধ্যেই ছিলাম, ম্যানেজমেন্টের কারোর সঙ্গে কথা হয়নি। যখন যে ফরম্যাট আসে আমি সব সময় তার সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সবচেয়ে বড় ব্যাপার পরিস্থিতি অনুযায়ী খেলতে পারি।”

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সর্বশেষ ইনিংসেও অপরাজিত শতক করেছেন নুরুল। এই সংস্করণে ৪৯ ম্যাচে ৪১.৮১ গড়ে করেছে ২ হাজার ৪২৫ রান। পাঁচ শতকের সবচেয়ে বড়টি অপরাজিত ১৮২ রানের। টেলএন্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করার সামর্থ্য অনেকবাই দেখিয়েছেন তিনি।

“ব্যাটিং নিয়ে আমার আলাদা কোনো পরিকল্পনা নেই। খেলার সুযোগ পেলে দলের চাহিদা অনুযায়ী যেন খেলতে পারি, সেই লক্ষ্যই থাকবে।”

গত জানুয়ারিতে খুলনায় টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় নুরুলের। দুই ফরম্যাটের আকাশ-পাতাল পার্থক্য থাকলেও নিজে কোনো চাপ অনুভব করছেন না তিনি।

“চাপ মনে করলে অনেক কঠিন হয়ে যাবে। আমি স্বাভাবিকভাবেই নিতে চাই।”