লেগ আর অফ স্পিন, দুটি নিয়েই প্রস্তুত সাব্বির

মূলত ব্যাটসম্যান হিসেবেই মিলেছে সুযোগ। তবে দলের প্রয়োজন হলে বল হাতেও কিছু করতে প্রস্তুত সাব্বির রহমান। অফ আর লেগ স্পিন, পরিস্থিতির দাবি মেটাতে করতে প্রস্তুত আছে দুটিই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2016, 09:38 AM
Updated : 17 Oct 2016, 04:04 PM

ইংল্যান্ডের বিপক্ষ প্রথম বিসিবি একাদশের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন সাব্বির। ডানহাতি ব্যাটসম্যান হাসিব হামিদ ও জো রুটকে আউট করেছিলেন লেগ স্পিনে, বাঁহাতি মইন আলিকে অফ স্পিনে। পরদিনই ডাক পেয়েছেন টেস্ট দলে।

চন্দিকা হাথুরুসিংহে অবশ্য জানিয়েছেন, শুধু ব্যাটিং বিবেচনায়ই নেওয়া হয়েছে সাব্বিরকে। তাকে একাদশে খেলানোর জায়গাও খুঁজছেন কোচ।

তবে সোমবার টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির জানালেন, সুযোগ পেলে অবদান রাখতে চান বল হাতেও।

“আমি সব সময়ই বোলিং করার ব্যাপারে আগ্রহী। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট, যেটাই হোক না কেন। চেষ্টা করে যাচ্ছি, বোলিংয়ে আরও ভালো কিছু করা যায় কিনা, বা নিয়মিত বোলার হতে পারি কিনা। অধিনায়ক যদি বোলিংয়ে আনেন, অবশ্যই আমার শতভাগ দেয়ার চেষ্টা করব।”

ব্যাটিংয়ের সঙ্গে আগে শুধু লেগ স্পিনটাই করতেন সাব্বির। গত বছর দুয়েক হলো অফ স্পিনও আয়ত্ত করেছেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে অন্তত ৫ বাঁহাতি ব্যাটসম্যান থাকা একরকম নিশ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাব্বির জানালেন, ব্যাটসম্যান বুঝে দুটিই করবেন তিনি।

“শুধু লেগ স্পিনে বেশি কিছু করতে পারছিলাম না। আমার তো গুগলি বা সেরকম তো অস্ত্র নেই। তাই বোলিংয়ে আরও অবদান রাখতেই অফ স্পিনটা শিখেছি। অনেক প্র্যাকটিস করেছি, যাতে অপশন বেশি থাকে। ডানহাতি ব্যাটসম্যানের জন্য লেগ স্পিনই করব। বাঁহাতি এলে অফ স্পিন। বা দুটি মিশিয়েই করব যাতে ব্যাটসম্যানকে দ্বিধায় ফেলা যায়।”