শাহানুরের অলরাউন্ড নৈপুণ্যে এগিয়ে সিলেট

শাহানুর রহমানের অলরাউন্ড নৈপুণ্যে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে সিলেট। ক্যারিয়ারের প্রথম শতক পাওয়া শাহানুর বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 12:05 PM
Updated : 9 Oct 2016, 06:33 PM

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ১১৫ রান। ইয়াসির আলী ২৩ ও ইরফান শুক্কুর ৫ রানে ব্যাট করছেন। এখনও ৩২৯ রানে পিছিয়ে রয়েছে মুমিনুল হকের দল।

বড় সংগ্রহের জবাব দিতে নেমে তাসামুল হক ছাড়া চট্টগ্রামের আর কোনো ব্যাটসম্যান খুব একটা ভালো করেননি। ৮৫ বলে ১০ চারে ৫৭ রান করেন তাসামুল।

চোট কাটিয়ে দলে ফেরা মুমিনুল ১৪ বলে ৫ রান করে শাহানুরের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক মিত্র ২২ রান করে এনামুল হক জুনিয়রকে ফিরতি ক্যাচ দেন।

অফ স্পিন অলরাউন্ডার শাহানুর ৩০ রানে নেন তিন উইকেট। 

এর আগে ৫ উইকেটে ২৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করে সিলেট।

আগের দিন শতক পাওয়া কাপালী নিজের ইনিংস এগিয়ে নেন ১৩৭ পর্যন্ত। তাকে ফিরিয়ে ৯৯ রানের জুটি ভাঙেন ইফতেখার সাজ্জাদ। ১৭ রান নিয়ে দিন শুরু করা শাহানুর ফেরার আগে করেন ১০২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার প্রথম শতক। তার ১৯৬ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও দুটি ছক্কায়।

শাহানুরের সঙ্গে নবম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন আবু জায়েদ। ৪৪৪ রানে সিলেট অলআউট হওয়ার সময় ২৫ রানে অপরাজিত ছিলেন তিনি।    

চট্টগ্রামের মোহাম্মদ সাইফুদ্দিন ও ইফতেখার সাজ্জাদ তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: (আগের দিন ২৮১/৫) ১৩৯.২ ওভারে ৪৪৪ (ইমতিয়াজ ৪, সায়েম ২৭, জাকির ৩২, রাজিন ৫১, কাপালী ১৩৭, রুমান ২৭, শাহানুর ১০২, ফেরদৌস ৪, এনামুল জুনিয়র ১১, জায়েদ ২৫*, এবাদত ০; সাইফুদ্দিন ৩/৬৩, ইফতেখার ৩/১৪২, আরিফ ২/১২৯, সাঈদ ১/২৫,  বেলাল ১/৪৮) 

চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৮ ওভারে ১১৫/৫ (অভিষেক ২২, মাহবুবুল ০, তাসামুল ৫৭, মুমিনুল ৫, ইয়াসির ২৩*, সাঈদ ০, ইরফান ৫*; শাহানুর ৩/৩০, এনামুল ১/২০, এবাদত ১/৩২)