লিড নিতে জুনায়েদের দিকে তাকিয়ে রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিতে জুনায়েদ সিদ্দিকের দিকে তাকিয়ে আছে রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 01:24 PM
Updated : 9 Oct 2016, 06:33 PM

দ্বিতীয় দিনের খেলা শেষ রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ১৫৯ রান। জুনায়েদ ৪৮ ও সানজামুল ইসলাম ২৮ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে এরই মধ্যে ৫৯ রানের জুটি গড়েছেন এই দুই জন।

লিড নিতে আরও ৭৬ রান চাই রাজশাহীর।

বোলারদের নৈপুণ্যে রংপুরকে কম রানে গুটিয়ে দেওয়ার খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি রাজশাহী দলে।

দলীয় ২২ রানে নাজমুল হোসেন শান্তর বিদায়ে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী। মিজানুর রহমান, ফরহাদ হোসেন ফিরেন উইকেট থিতু হয়ে।

৯৯ রানের মধ্যে ছয় ব্যাটসম্যানকে বিদায় করে প্রতিপক্ষকে চেপে ধরে রংপুর। তবে জুনায়েদ-সানজামুলের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় রাজশাহী।

রংপুরের সাদ্দাম হোসেন ও আরিফুল হক দুটি করে উইকেট নেন।

রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে ৬ উইকেটে ১৭২ রান নিয়ে খেলা শুরু করে রংপুর। ৬২ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় দলটি।

৪৬ রান নিয়ে দিন শুরু করা সোহরাওয়ার্দী শুভ ফিরেন ৫৩ রান করে। আগের দিন শূন্য রানে অপরাজিত সাদ্দাম হোসেন শাওনের ১৭ ও অধিনায়ক সাজেদুল ইসলামের অপরাজিত ২১ রানে ২৩৪ পর্যন্ত যায় রংপুরের সংগ্রহ। 

রাজশাহীর ফরহাদ রেজা ও মুক্তার আলী তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: (আগের দিন ওভারে ১৭২/৬) ৭৭.৪ ওভারে ২৩৪ (সায়মন ১০, জাভেদ ১৪, মাহমুদুল ১, নাঈম ৬, আরিফুল ৩৯, তানভীর ৫৩, শুভ ৫৩, শাওন ১৭, সাজেদুল ২১*, সাদ্দাম ৮, শুভাশীষ ৯; ফরহাদ রেজা ৩/৫৯, মুক্তার ৩/৬৯,, তাইজুল ২/৩১, মামুন ১/৪২) 

রাজশাহী ১ম ইনিংস: ৪৭.১ ওভারে ১৫৯/৬ (শান্ত ১০, মিজানুর ২৩, জুনায়েদ ৪৮*, ফরহাদ হোসেন ১৯, জহুরুল ১০, হামিদুল ৫, ফরহাদ রেজা ১১, সানজামুল ২৮*; সাদ্দাম ২/২৭, আরিফুল ২/২৮, সাজেদুল ১/৩৬, শুভাশীষ ১/৩৬)