চিটাগং কিংসে পারিশ্রমিক সমস্যা থাকলেও দলের কর্ণধারের দিকে তাকিয়ে এই বাঁহাতি পেসার।
Published : 31 Jan 2025, 09:58 AM
শরিফুল ইসলামের সংবাদ সম্মেলনটি ছিল যেন হাসির মেলা। নানা প্রশ্নে কতবার যে হাসলেন তিনি! কখনো মুখ টিপে, কখনও প্রাণ খুলে। এমনকি বকেয়া পারিশ্রমিক ও দলের কর্ণধারের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ যখন এলো, তখনও শরিফুলের হাসি থামেই না! তবে এসবের মধ্যে মূল কথাটি বলতে তিনি ভুললেন না। চিটাগং কিংসের পেসারের আশা, তাদের সবাইকে পারিশ্রমিক ঠিকঠাক দিয়ে দেবেন দলের কর্ণধার।
দুর্বার রাজশাহীর পারিশ্রমিক নিয়ে বিতর্ক এত ব্যাপক ও প্রবল যে, চিটাগং কিংসের কাণ্ড কিছুটা আড়ালেই পরে গেছে। নইলে একই দায়ে কাঠগড়ায় তুলতে হয় এই দলকেও। দলের বিদেশি ক্রিকেটারসহ কয়েকজনকে কোনো টাকাই দেওয়া হয়নি বলে অভিযোগ আছে। লঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন কিছুই না পেয়ে দেশে ফিরে গেছেন বলেও খবর হয়েছে সংবাদমাধ্যমে।
শরিফুল নিজে টুর্নামেন্ট শুরুর আগে কিছু পারিশ্রমিক পেয়েছেন বলে জানালেন। এমনিতে তার অভিযোগ নেই। তবে একটি আশাবাদ আছে তার।
“পেমেন্টের ইস্যুটা কী বলব… আমার মনে হয় উনি আজকে… অনেক খেলোয়াড়কেই দেওয়ার কথা। দেখা যাক, আজকের দিনটি পার হলে বুঝতে পারব।”
চিটাগং কিংসের সবচেয়ে বিতর্কিত কাজটি অবশ্য জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনকে একটি টাকাও দেওয়া হয়নি বলে সংবাদমাধ্যমে নিজেই স্বীকার করেছেন দলের কর্ণধার সামির কাদের চৌধুরী। তিনি বলেছেন, এখানে কিছু ব্যক্তিগত ব্যাপার আছে এবং তাকে সন্তুষ্ট করতে পারলেই কেবল পারিশ্রমিক পেতে পারেন পারভেজ।
এই মন্তব্য নিয়ে তুমুল চর্চা হয়েছে দেশের ক্রিকেট আঙিনায়। শরিফুলকেও জিজ্ঞেস করা হলো, দলের কর্ণধরকে তিনি সন্তুষ্ট করতে পেরেছেন কি না। এক চোট হেসে এই পেসার বললেন, “আমার সঙ্গে ওরকম কথা হয়নি। আশা করি, সবার পেমেন্ট উনি দেবেন। এটা সবাই বিশ্বাস করে, প্রতিটি খেলোয়াড় যখন খেলে। এখন দেখা যাক…।”
সিলেট স্ট্রাইকার্সকে বৃহস্পতিবার ৯৬ রানে হারিয়ে আসরের তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং কিংস। ৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শরিফুল।