টি-টোয়েন্টি বিশ্বকাপ
উগান্ডাকে ৪০ রানে থামিয়ে ৯ উইকেটের জয় পেয়েছে নিউ জিল্যান্ড।
Published : 15 Jun 2024, 09:21 AM
বড় দেরিতে জ্বলে উঠল নিউ জিল্যান্ড। সুপার এইটের আশা শেষ হয়ে যাওয়ার পর ফিরল স্বরূপে। উগান্ডাকে স্রেফ ৪০ রানেই থামিয়ে দিলেন টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা। ব্যাটসম্যানরা ম্যাচ শেষ করে দিলেন পাওয়ার প্লেতেই।
ত্রিনিদাদে ‘সি’ গ্রুপের ম্যাচে ৯ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। ৪১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ৮৮ বলের মধ্যে।
চলতি আসরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা যৌথভাবে সর্বনিম্ন। এমন বিব্রতকর অভিজ্ঞতা হলেও একেবারে শূন্য হাতে ফিরছে না আফ্রিকার দেশটি। পাপুয়া নিউ গিনির বিপক্ষে পাওয়া একটি জয় তাদের সঙ্গী।
আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা নিউ জিল্যান্ডের খুব বেশি প্রাপ্তির সুযোগ নেই। তাদের খেলা বাকি কেবল পাপুয়া নিউ গিনির বিপক্ষে। এর আগে কেন উইলিয়ামসনের দল ব্যাটে-বলে প্রবল দাপট দেখাল উগান্ডার বিপক্ষে।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় উগান্ডা। সাউদি ও বোল্টের ছোবলে চতুর্থ ওভারে দুই রানের মধ্যে হারায় তিন উইকেট। তাদের কেউই রানের খাতা খুলতে পারেননি।
সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি উগান্ডা। কেনেথ ওয়াইসওয়া ছাড়া আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। একটি জুটি কেবল ছুঁতে পারে দুই অঙ্ক।
৪ ওভারে স্রেফ ৪ রান দিয়ে ৩ উইকেট নেন অভিজ্ঞ পেসার সাউদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোটা পূরণ করে এর চেয়ে কম রান দেননি আর কোনো বোলার। দুটি করে উইকেট নেন বোল্ট, মিচেল স্যান্টনার ও রাচিন রাভিন্দ্রা।
রান তাড়ায় মন্থর ব্যাটিংয়ে ১৭ বলে ৯ রান করে ফেরেন ফিন অ্যালেন।
দ্রুত শেষ করার চেষ্টায় ছিলেন ডেভন কনওয়ে। এই কিপার-ব্যাটসম্যান ১৫ বলে চারটি চারে করেন ২২ রান। ৫.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।
এই জয়ে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো নিউ জিল্যান্ড। রান রেটে পিছিয়ে চারে থেকে আসর শেষ করল উগান্ডা।
৬ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে আছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এখনও কোনো পয়েন্ট না পাওয়া পাপুয়া নিউ গিনি আছে তলানীতে।
সংক্ষিপ্ত স্কোর:
উগান্ডা: ১৮.৪ ওভারে ৪০ (রোনাক ২, সেসাজি ০, ওবুয়া ০, রামজানি ০, ওয়াইসওয়া ১১, রিয়াজাত ২, দিনেশ ৪, মাসাবা ৩*, আচেলাম ৯, মিয়াজি ০, কিয়ুটা ১; বোল্ট ৪-১-৭-২, সাউদি ৪-১-৪-৩, স্যান্টনার ৩.৪-০-৮-২, ফার্গুসন ৪-০-৯-১, রাভিন্দ্রা ৩-১-৯-২)
নিউ জিল্যান্ড: ৫.২ ওভারে ৪১/১ (অ্যালেন ৯, কনওয়ে ২২*, রাভিন্দ্রা ১*; কিয়ুটা ২-০-১৩-০, মিয়াজি ২.২-০-১৬-০, রিয়াজাত ১-০-১০-১)
ফল: নিউ জিল্যান্ড ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: টিম সাউদি