মুস্তাফিজকে চ্যালেঞ্জ জানানোর অপেক্ষায় স্কটল্যান্ড

মুস্তাফিজুর রহমানকে সামলানো সহজ নয়। তার বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা থাকলেও দ্বিধায় থাকতে হয়। সেখানে প্রথমবার মুস্তাফিজকে খেলা তো অনেকের কাছেই দুঃস্বপ্নের মতো। তবে, এসবের কিছু নিয়ে উদ্বিগ্ন নয় স্কটল্যান্ড। তারা বরং উঁচু মানের এই বোলারের বিপক্ষে নিজেদের সামর্থ্যের পরীক্ষা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2021, 07:03 PM
Updated : 16 Oct 2021, 07:30 PM

স্কটিশদের চাওয়া পূরণ হতে পারে রোববারই। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এর আগের দিন সংবাদ সম্মেলনে স্কটল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান ক্যালাম ম্যাকলয়েড জানালেন, মুস্তাফিজের বিপক্ষে খেলার আগে রোমাঞ্চই বেশি কাজ করছে। বাঁহাতি পেসারকে উল্টো কীভাবে চাপে চাপে রাখা যায়, সেটা নিয়ে ভাবছেন তারা। 

“আমি আজ তার বোলিং দেখেছি ভিডিওতে। অবশ্যই খুব উঁচু স্কিলের একজন বোলার।”

“তবে এখানে আমাদের রোমাঞ্চের পেছনে এটাও একটা কারণ, আমরা বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ জানাতে পারব। ইউনিট হিসেবে আমাদের এই আত্মবিশ্বাস আছে। আমাদের এমন স্কিল রয়েছে যে উল্টো ওদের চাপে ফেলা যাবে। আমরা এমনভাবে খেলব যেন প্রতিপক্ষকে চাপে ফেলতি পারি এবং আমাদের স্কিল বেশি কার্যকর হয়।”