স্কটিশ কোচের মন্তব্যে ‘বদার্ড নন’ মাহমুদউল্লাহ
মাসকাট থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2021 11:03 PM BdST Updated: 17 Oct 2021 01:30 AM BdST
বাতাসে ছিল বারুদের ঝাঁঝ। স্কটল্যান্ডের কোচ শেন বার্জারের মন্তব্য ছড়িয়েছিল উত্তেজনার রেশ। তবে সেই আগুনে ঘি না ঢেলে মাহমুদউল্লাহ ছিটিয়ে দিলেন শান্তির জল। ছড়িয়ে দিলেন সম্মানের বার্তা। তবে এটুকু জানাতেও ভুললেন না, মাঠে নেমে ‘হার্ড’ ক্রিকেটই খেলবে দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। সাধারণ চোখে, এই গ্রুপে বাংলাদেশ ফেভারিট হওয়ার কথা পরিষ্কারভাবেই। তবে ম্যাচের আগের দিন স্কটল্যান্ড কোচ বলেন, “যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউ গিনি। গ্রপ ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না।”
স্কটিশ কোচের এই কথায় বাংলাদেশ দলের অহমে চোট লাগতেও পারত। তবে মাহমুদউল্লাহ মাঠের বাইরের লড়াইয়ে জড়াতে চাইলেন না। তবে মাঠে যে তারা ছেড়ে কথা বলবেন না, সেটাও জানিয়ে দিলেন সংবাদ সম্মেলনে।
“আমি খুব একটা বদার্ড নই, উনি কী বলেছেন…আমরা আমাদের খেলার সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি, দল হিসেবে আমরা নিজেদের সেরাটা মাঠে দেব এবং সেই চেষ্টাই থাকবে। ফলাফল তার আপন পথ বেছে নেবে।”
“আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু থাকবে, হার্ড ক্রিকেট খেলব, এটাই জানি। প্রতিটি দলকেই সমানভাবে সম্মান করি, বিনয়ীও থাকতে চাই। পাশাপাশি হার্ড ও গুড ক্রিকেট খেলতে চাই।”
টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের বিপক্ষে একটিই ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১২ সালে সেই ম্যাচে জিতেছিল স্কটিশরাই।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ