আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেলেন তরুণ এই ব্যাটসম্যান।
Published : 20 Mar 2024, 07:39 PM
মুশফিকুর রহিমের দুর্ভাগ্যই তাওহিদ হৃদয়ের জন্য বয়ে আনল সৌভাগ্য। অভিজ্ঞ ব্যাটসম্যানের বদলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে জায়গা করে নিলেন তরুণ এই ব্যাটসম্যান।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছোট্ট ক্যারিয়ারে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন হৃদয়। টেস্ট দলে তিনি ডাক পেলেন প্রথমবার।
চট্টগ্রামে সোমবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিপিং করার সময় তাসকিন আহমেদের একটি বলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। প্রাথমিক শুশ্রূষা নিয়ে ম্যাচের বাকি অংশে খেললেও পরে ওই আঙুলে চিড় ধরা পড়ে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, কনজারভেটিভ পদ্ধতিতে মুশফিকের পুনর্বাসন প্রক্রিয়া চলবে। এতে করে ৩-৪ সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে অভিজ্ঞ ব্যাটসম্যানকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলা হবে না তার।
মুশফিক ছিটকে যাওয়ায় মিডল-অর্ডারে তৈরি হয় শূন্যতা। সেখানেই জায়গা করে নিলেন হৃদয়।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচে ৪ ফিফটি ও ৩ সেঞ্চুরিতে ৪৮.২০ গড়ে ৯১৩ রান করেছেন হৃদয়। সবশেষ প্রথম শ্রেণির ম্যাচে গত ডিসেম্বরে ১৬৬ বলে ১৬৫ রানের ইনিংস খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ডাবল সেঞ্চুরিও আছে।
সিলেটে প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।